ঈদের আগে ঢাকা-আরিচা মহাসড়ক যানজটমুক্ত রাখতে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে মানিকগঞ্জের সড়ক ও জনপদ বিভাগ। ইতিমধ্যে মহাসড়কের দুই পাশের রাস্তার দীর্ঘদিনের খানাখন্দের মেরামতকাজও শেষ হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বিভিন্ন স্থানে গতিরোধক থাকার কারণে যাত্রীবাহী পরিবহন ধীরগতিতে চালাতে হয়। এ কারণে প্রতি ঈদে ব্যস্ততম এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর দুর্ভোগ পোহাতে হয় ঈদে ঘরমুখো মানুষের। এ কারণে এবার অপসারণ করা হয়েছে ঢাকার নবীনগর বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত প্রায় ৩৮টি গতিরোধক। বলা যায়, ঈদযাত্রার জন্য প্রস্তুত এই মহাসড়ক। আশা করা যাচ্ছে ঢাকা-আরিচা মহাসড়কের উপর দিয়ে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ পরিবহন যোগে ঈদে ঘরে ফিরতে পারবেন। ঈদের বিষয়টি মাথায় রেখে পাটুরিয়া ঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। মহাসড়কে ছিনতাই ঠেকানোসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য মোতায়েন থাকবে র্যা ব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ শতাধিক সদস্য। আগত ঈদে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই মানিকগঞ্জে হয়ে মানুষ যেন ঘরে ফিরতে পারবে আপনজনের কাছে এমনতাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
↧