Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

নির্বিঘ্ন ঈদযাত্রার জন্য প্রস্তুত ঢাকা-আরিচা মহাসড়ক

$
0
0

ঈদের আগে ঢাকা-আরিচা মহাসড়ক যানজটমুক্ত রাখতে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে মানিকগঞ্জের সড়ক ও জনপদ বিভাগ। ইতিমধ্যে মহাসড়কের দুই পাশের রাস্তার দীর্ঘদিনের খানাখন্দের মেরামতকাজও শেষ হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বিভিন্ন স্থানে গতিরোধক থাকার কারণে যাত্রীবাহী পরিবহন ধীরগতিতে চালাতে হয়। এ কারণে প্রতি ঈদে ব্যস্ততম এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর দুর্ভোগ পোহাতে হয় ঈদে ঘরমুখো মানুষের। এ কারণে এবার অপসারণ করা হয়েছে ঢাকার নবীনগর বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত প্রায় ৩৮টি গতিরোধক। বলা যায়, ঈদযাত্রার জন্য প্রস্তুত এই মহাসড়ক। আশা করা যাচ্ছে ঢাকা-আরিচা মহাসড়কের উপর দিয়ে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ পরিবহন যোগে ঈদে ঘরে ফিরতে পারবেন। ঈদের বিষয়টি মাথায় রেখে পাটুরিয়া ঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। মহাসড়কে ছিনতাই ঠেকানোসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য মোতায়েন থাকবে র্যা ব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ শতাধিক সদস্য। আগত ঈদে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই মানিকগঞ্জে হয়ে মানুষ যেন ঘরে ফিরতে পারবে আপনজনের কাছে এমনতাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>