গল্পটা আমার মার।তখন মা বিবাহযোগ্যা তরুনী ।ভালো কথা।ত মাকে একদিন এক সি.আই.ডি পুলিশ অফিসার দেখতে আসছে।বিয়ের জন্য
ভালো কথা।ত সেই লোক হলো পাবনার।তাও ভালো কথা
তো উনি বসে আছেন।মাকে আমার খালামনি সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছে।মা এসে সামনে বসেছে সি. আই.ডি অফিসারের।ত সামনে অনেক রকমের খাবার
মিস্টি,টিস্টি,সিংগারা,ফল-ফুল হাবিজাবি আছে।ত মাকে বলা হলো ছেলেকে মিস্টি দাও( আমার জানা মতে চা দেওয়ার কথা বলা হয়,টিভিতে দেখছি)।ত ভালো কথা।মা যেই মিস্টির হাফ প্লেট তুলে নিতে লাগল,তখনই ছেলে মানে সি.আই.ডি অফিসার বললো-
- আমি মিস্টি খাই না।মিস্টি খেলে আমার গা ঘাটে।
এই শুনে আমার তরুনী মা খিলখিল করে হেসে দিলো ।সবাই ত অবাক
দেন মা দৌড় দিয়ে ঘরে চলে যায়।
এর পর থেকে মা র সামনে কেউ যদি বলে-" আমি মিস্টি খাবে না,মিস্টি খেলে কেমন জানি করে। " তখনই মা বলে-
"মিস্টি খেলে আমার গা ঘাটে"
↧
মিস্টি খেলে আমার গা ঘাটে
↧