Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

মিস্টি খেলে আমার গা ঘাটে

$
0
0

গল্পটা আমার মার।তখন মা বিবাহযোগ্যা তরুনী smile।ভালো কথা।ত মাকে একদিন এক সি.আই.ডি পুলিশ অফিসার দেখতে আসছে।বিয়ের জন্য smileভালো কথা।ত সেই লোক হলো পাবনার।তাও ভালো কথা smileতো উনি বসে আছেন।মাকে আমার খালামনি সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছে।মা এসে সামনে বসেছে সি. আই.ডি অফিসারের।ত সামনে অনেক রকমের খাবার big_smileমিস্টি,টিস্টি,সিংগারা,ফল-ফুল হাবিজাবি আছে।ত মাকে বলা হলো ছেলেকে মিস্টি দাও( আমার জানা মতে চা দেওয়ার কথা বলা হয়,টিভিতে দেখছি)।ত ভালো কথা।মা যেই মিস্টির হাফ প্লেট তুলে নিতে লাগল,তখনই ছেলে মানে সি.আই.ডি অফিসার বললো-
- আমি মিস্টি খাই না।মিস্টি খেলে আমার গা ঘাটে। sad
এই শুনে আমার তরুনী মা খিলখিল করে হেসে দিলো lol।সবাই ত অবাক neutralদেন মা দৌড় দিয়ে ঘরে চলে যায়। blushing
এর পর থেকে মা র সামনে কেউ যদি বলে-" আমি মিস্টি খাবে না,মিস্টি খেলে কেমন জানি করে। sad" তখনই মা বলে-
"মিস্টি খেলে আমার গা ঘাটে" tongue


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>