Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

সোনার দেশের শহর গ্রামে-ঈদ আনন্দের বসুক মেলা.....

$
0
0

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/fr/cp0/e15/q65/1000232_662210537140032_331277210_n.jpg?efg=eyJpIjoidCJ9&oh=1adb029c548742cc8f3e7cae9205105c&oe=59CC9A97
দিনের র্সূয আকাশ জুড়ে-আলো দিয়ে বাঁচায় ধরা
আলো আঁধার মিলেমিশে-মেঘ কখনো আসে খরা।
দিন কেটে যায় অপেক্ষাতে-সন্ধ্যা হবে চাঁদের রাতি
দেখবো মিলে পশ্চিমে চাঁদ-জ্বলবে মনে খুশির বাতি।
ঝকমকানি জোনাক জ্বলা-চাঁদের রাতি ঝিঁঝিঁ ডাকা
আহা এমন রাতির গায়ে-ঈদ আনন্দের সুবাস মাখা।
বাঁকা চাঁদের হাসি দেখে-নীড়ে ফিরে সবাই সুখে
ঘুমের নায়ে চোখ’টা রেখে-স্বপ্নে বিভোর কে আর রুখে!
রাতির গায়ে আদর মাখা-হাসি খুশি ঘুমের পরী
খুশির চোটে হাসছে ঘুমে-ময়না শ্যামা, ছোট জড়ী।
ভোরের আলো ফুটবে যখন-হুড়মুড়িয়ে উঠবে ওরা
দৌঁড়বে নিয়ে সুখে ওদের-ঈদ আনন্দের পাগলা ঘোড়া।
নতুন পিরান গায়ে গায়ে- ঈদের জামাত সারি সারি
সবুজ মাঠের হাতছানিতে- সুর উঠবে যে বাড়ি বাড়ি।
হাত বাড়িয়ে ডাকবে খুশি- সবুজ মাঠে গলাগলি
ঈদ মোবারক ঈদ মোবারক-করবে সবাই বলাবলি।
ধনী গরীব অটুট বন্ধন- না যেনো যায় কভু টুটে
টুকাই যারা তারাও সেদিন- সুখ উচ্ছ্বাসে মজা লুটে।
ঘুরাঘুরি খাওয়া দাওয়া- ঈদের হাওয়া খুশি আনে
নাটক ফাটক টিভির পর্দায়-ঝলমলানি দৃষ্টি টানে।
মিলেমিশে সুখের ছোঁয়ায়- মন'টা আমার যায় হারিয়ে
মনের যত নীল বেদনা- ঈদ সকালে দেই তাড়িয়ে।
মৌ মৌ ঘ্রাণে আতর লোবান- কেমন জানি সুখে মাতাল
চারিপাশের হাসিখুশি- যায় ছড়িয়ে আকাশ পাতাল।
খুশির ঝর্ণা বইতে থাকে- ঈদের দিনে শহর গ্রামে
ঈদের খুশি ভাগের জন্য-রওয়ানা কেউ শেষের ট্রামে।
বছর ঘুরে দু'টি খুশি- দু'টি ঈদ যে নিয়ে আসে
সেই আনন্দের ঢেউয়ে ঢেউয়ে-একই নায়ে সবাই ভাসে।
সবাই মোরা এক হয়ে যাই- দুই থাকি না কেউ এখানে
খুশি যেথায় হা করে রয়- হাত বাড়িয়ে যাই সেখানে।
ঈদ মোবারক ঈদ মোবারক- কাটুক সবার সুখে বেলা
সোনার দেশের শহর গ্রামে-ঈদ আনন্দের বসুক মেলা।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>