হ্যালো ভাইয়া এবং আপুরা;
কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভালো আছেন! কিন্তু আমি আছি মাইংকা চিপায়। সিরিয়াসলি আমার অবস্থা এখন সেরকমি! যাইহোক আসল কথায় আসি; গত দেড় বছর আগে নিউজিল্যান্ড এ আসি নিউজিল্যান্ড ডিপ্লোমা ইন আইটি লেভেল-৫ পড়তে তারপর ডিপ্লোমা ইন আইটি লেভেল ৬ পড়লাম। এখন গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন আইটি পড়বো। এদিকে বাবা মা চাইছে দেশে ব্যাক করাতে। এখন আমার এই বিদেশি ডিগ্রী গুলা দেশে কিভাবে ইভ্যালুয়েট করাবো? মানে দেশি ডিগ্রীর সমমান করাবো। নিউজিল্যান্ড গ্র্যাজুয়েট ডিপ্লোমা বাংলাদেশে ব্যাচেলরের সমমান এটা নিউজিল্যান্ড সরকারের দাবী। কেউ জানলে হেল্প করবেন প্লিজ। গুগল করে কিছু বুঝতেসিনা। প্লিজ হেল্প মি!
আর বিদেশি ডিগ্রীধারীরা দেশে কি কোন সরকারী চাকরিতে আবেদন করতে পারবে? উত্তরের অপেক্ষায় রইলাম।