তোমাকে চিঠি লিখতে গিয়েও
লেখা হয়ে ওঠে না
কাগজ কলম সবই আছে
তবুও লেখা হয়ে ওঠে না
মন টাও তোমার জন্য
হাহাকার করে
তবুও কেন জানি
লেখা হয়ে ওঠে না
তোমাকে
জানি তুমি অভিমান করো
তোমার শত চিঠি যে
জমে আছে আমার
বিছানার নিচে
আমি বড় অলস
তাই চিঠিগুলো আজও
খুলে দেখা হয়নি
খামবন্ধী হয়ে আছে
নতুনের মতই।
নিশ্চই তাতে,লিখা আছে
তোমার গোটাগোটা হরফে লিখা
ভালোবাসা-অভিমান মেশান
কিছু কথা
যা আজও আমার জানা হয়নি
আমি বড় অলস
তোমার ঘ্রান মেশানো কাগজ
ছুঁয়ে দেখা হয়নি আজও
আমি বড় অলস
তাই,শত চিঠি জমে আছে
তবুও তার উত্তর দেওয়া
হয়নি আজও।
↧
জমা চিঠিগুলো
↧