Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

শেষ বিদায়ের গান

শেষ বিদায়ের গান
                      লক্ষ্মণ ভাণ্ডারী


প্রাণ পাখি তোর যাবে উড়ে দেহ খাঁচা ছেড়ে,
বিষয়আশয় ঘরবাড়ি তোর থাকবে সবই পড়ে,
শ্মশান-ঘাটে যাবি রে তুই কাঁদবে আপনজন,
জ্বলন্ত চিতায় হবে যে তোর অন্তিমের শয়ন।

আমার আমার করে রে মন কাটালি জীবন,
মুদলে আঁখি সব যে ফাঁকি খুলবে না নয়ন।
দু-দিনের তরে ভবে এসে বাঁধলি সুখের ঘর,
বুঝলি না তুই অহংকারে কে আপন কে পর।

বিধাতার এই খেলাঘরে জনম মরণ খেলা করে,
জন্ম হলে মরতে হবে দুদিন আগে দুদিন পরে।
দু-দিনের তরে সবাই আসে, মাটির পৃথিবীতে,
মাটির মানুষ একদিন শেষে, মিশে যায় মাটিতে।

লক্ষ্মণ ভাণ্ডারী লিখে কবিতা শেষ বিদায়ের গান,
শ্মশানে আছে শান্তি মানুষ পায় শেষে পরিত্রাণ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles