তুমি বলেছিলে-
"কথা কখনও মরে নাকি পাগলী?
বৃস্টির জলে তাজা হয় কথারা।"
সত্যিই কি তাই?
যদি হয়,তবে-
এত বৃস্টি হলো
শহর পানিতে ডুবলো।
ছাতা হাতে বেরুল লোকে
কথাগুলো ত আর ফিরলো না।
হারিয়ে গেলো নোংরা জলের স্রোতে।
কথাগুলো মারা গেছে।
ভেসে গেছে,ডুবে গেছে
যতযাই বলো না কেন!
কথারা ত হারিয়েছে।
↧
হারানো কথারা
↧