আমি একজন সত্যিকারের হিমুর দেখা পেয়েছিলাম।দেখা বলতে আসলে দেখা নয়,পরিচয় হয়েছিলো আমােদর।সেই হিমু ছিলো আবার বৃস্টিভীতু হিমু।এক ভরা বর্ষার দিনে আমি তার সাথে দেখা করতে চেয়েছিলাম।সে বলেছিলো-
"বৃস্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে।বুকে কফ জমে বিচ্ছিরি অবস্থা হয়।অন্যদিন দেখা করি?"
আমি ছিলাম নাছোড়বান্দা,জেদি এক মেয়ে।আমি সেই ভরা আষাঢ় এর মধ্যে দেখা করার সিদ্ধান্ত নিলাম।কিন্তু ভাগ্য আমাদের দেখা করালো না।আমি কোন কারনে যেতে পারলাম না।ত সেই হিমু,বৃস্টির মধ্যে নাকানি,চুবানি খেয়ে,টানা ২ ঘন্টা আমার জন্য অপেক্ষা করে ফিরে এলো। এসেই ফেশবুকে নক-
"কেউ কথা রাখেনি।রাখলো না।রাখবেও না Image may be NSFW.
Clik here to view.।টানা ২ ঘন্টা বৃস্টির মধ্যে দাড়িয়ে রইলাম।কেউ আসলো না।"
আমি বললাম-
-মেসেজ করেছিলাম। দেখেননি?
- ফোনে জিপি থেকে বহু মেসেজ আসে।ওসব দেখি না।তোমার কল দেওয়া কথা ছিলো।দাওনি।অপেক্ষা করালে। Image may be NSFW.
Clik here to view.
- আমি সরি। Image may be NSFW.
Clik here to view.
- সরি দিয়ে সব হয় না।
- তাও।মাফ করুন।
- মাফ না।শাস্তি পেতে হবে।
- আচ্ছা,দিন।যা দিবেন মাথা পেতে নিবো।
- সত্যি ত?
- সত্যিই।অপরাধ করেছি।শাস্তি যা দিবেন।তাই মাথা পেতে নিবো।
- তাহলে আমার ২য় বউ হতে হবে।এটাই শাস্তি! Image may be NSFW.
Clik here to view.
-এ কেমন শাস্তি? Image may be NSFW.
Clik here to view.
- এমনই।
- সামান্য অপরাধের এ শাস্তি?
- হুম।
- প্লিজ না।মাফ করুন।
- খিক খিক খিক। Image may be NSFW.
Clik here to view.
- এ হাসি হাসবেন না।গা জ্বলে। Image may be NSFW.
Clik here to view.
- জ্বলার জন্যই ত হাসি।
- আপনি হলেন পচা লোক।
- জানি ত।আমি হলাম সুবিধাবাদী হিমু।বুঝলা? Image may be NSFW.
Clik here to view.
চলবে......