জানি আজ তুমি সবই ভুলে গেছ
তবু ভুলে যাওয়া স্মৃতিগুলো বারবার
ভুল করে মনে পড়ে যায়....
হয়তো এখন তুমি
শেষ বিকেলের ছায়ায়
বারান্দায় বসে দেখছ নীল আকাশ,
সাদা মেঘের ভেলা -
তোমার মনের এক পাশে পড়ে আছে
অবহেলায়-অযত্নে
আমরাই অবহেলা-লাঞ্ছিত স্মৃতি।
কে জানতো তোমার ভালোবাসা
নদীর মতো শতবার গতি বদলায় -
জীবনের বহুমুখী বেদনাধারা
আজ এসে মিশেছে আমার জীবনে।
চলে গেছো বলে যদি মনে করো
একা, বড়বেশি একা হয়ে গেছি
তবে ভুলই করবে -
তোমার সুবর্ণ স্মৃতি
নিয়ে আমি পড়ে আছি -
আর বুকে নিয়ে ভালোবাসার ব্যথা
নদীর মতো বহুদুর
আমি ভেসে গেছি একা একা ॥
↧
জানি আজ তুমি সবই ভুলে গেছ/শফিকুল ইসলাম
↧