#আমেরিকা একবার মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করলো।। তো, বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ গিয়ে হাজির হল।। কিন্তু শর্ত ছিল যে শুধুমাত্র একজনই যেতে পারবে এবং সে পরবর্তীতে আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না।।
প্রথম আবেদনকারী একজন ভারতীয়ইঞ্জিনিয়া র ছিলেন।। তাকে জিজ্ঞেস করা হল তিনি যাওয়ার জন্য কত টাকা চান।। শুনে তিনিবললেন, ১ মিলিয়ন ডলার, সে টাকার অর্ধেক আমি আমার পরিবারকে দিতে চাই।। বাকি অর্ধেক দান করত
ে চাই।।
এর পরের আবেদনকারী ছিলেন একজন রাশান ডাক্তার।। তাকে জিজ্ঞেস করা হল যাবার জন্য তিনি কত টাকা চান।। তিনি উত্তর দিলেন, ২ মিলিয়ন।। এর মাঝে ১ মিলিয়ন আমার পরিবারের জন্য আর বাকি ১ মিলিয়ন মেডিকেলের উন্নয়নের জন্য দানকরতে চাই।।
এবার তৃতীয় আবেদনকারী।। তিনিছিলেন আমাদের বাংলাদেশের একজন রাজনীতিবিদ।। উনাকে জিজ্ঞেস করা হল তিনি কত টাকা চান।। তিনি প্রশ্নকর্তার কানে কানেফিসফিস করে বললেন, ৩ মিলিয়ন!!
প্রশ্নকর্তা শুনে অবাক।। বলল, এতো বেশি কেন??
তখন রাজনীতিবিদ আবার তার কানে কানে বলল, ১ মিলিয়ন আমি রাখবো।। এক মিলিয়ন আপনাকে দিবো।। আরেক মিলিয়ন ভারতীয় ইঞ্জিনিয়ারটাকে দিয়ে তাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবো!!
বাংলাদেশের রাজনীতিবিদ বলে কথা!!
##যদি কোন মেয়ের মাথা ঘুরায়,
বমি বমি ভাব হয় তখন বাবা মা মেয়েকে জিজ্ঞেস
করে,
"বল কোন বদমাশ তোর এই সর্বনাশকরেছে "
আর যদি কোন ছেলেরমাথা ঘুরায়,
বমি বমি ভাব হয়, তখন তার বাবা মা ছেলেকে জিজ্ঞেস করে,
"বল কোন বদমাশ বন্ধুর সাথে থেকে নেশা করে এসেছিস"
মরাল : বমি বমি ভাব আর মাথা যারই ঘুরাক না কেন,
বদমাশ সব সময় ছেলেরাই হয় ! ! !