Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

রংধনু গোলাপ..

$
0
0

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/420960_485418124822369_1244395782_n.jpg

উপরের এই অসাধারন গোলাপ গুলি কিন্তু হাতে আঁকা কোন ছবি নয় বা কোন নকল ফুল নয়। এগুলো আসল গোলাপ ফুল। প্রাকৃতিক ভাবেই জন্মানো। কিন্তু সাধারন কোন লাল সাদা গোলাপ নয়। এটা হচ্ছে রংধনু গোলাপ। তাই বলে গোলাপের রঙ কিন্তু নকল নয় । আসল রঙ । মানে গোলাপের নিজের রঙ। তবে এগুলো মানে রঙ গুলো কিন্তু পরে গলাপে দেয়া হয়েছে । এই  রংগুলি কিন্তু কোন ক্যামিকেল নয়। প্রাকৃতিক কালার পিগমেন্ট । মানে গাছের রঙের কনা। এই কনা গুলি গোলাপের ভ্রুন অবস্থাতে ঢুকিয়ে দেয়া হয়। তারপর এক বিশেষ ব্যাবস্থায় বিভিন্ন পাপড়ি এর বিভিন্ন রঙ নির্ধারণ করা হয়। আর এই কারিগর হচ্ছেন একটি ডাচ ফুল কোম্পানির মালিক Peter Van De Werken ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>