Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

এক্সক্লুসিভঃ বাংলাদেশে বসে হলিউডের থ্রিডি মুভি দেখার অভিজ্ঞতা

$
0
0

আমার থ্রিডি নিয়ে আগের অভিজ্ঞতা
ডেডু মিয়ার থ্রিডি দর্শন (পার্ট-১)
ডেডু মিয়ার থ্রিডি শ্রবণ (পার্ট-২)

================================
লেখাটি যদি পড়েন তবে প্লিজ রিপ্লাই দেবেন। এক শব্দের হলেও কোন সমস্যা নাই।
================================
http://i.imgur.com/omypl.jpg

যারা উন্নত দেশে বসবাস করেন তাদের কাছে থ্রিডি মুভি দেখার অভিজ্ঞতা অনেক আগেই হয়ে গেছে।  কিন্তু আমরা যারা দেশে বাস করি তাদের কাছে হলে সিনেমা বসে হলিউডের থ্রিডি মুভি দেখা যেন দিবাস্বপ্ন ছিল এতো দিন (কিছু দিন ধরে টিভিতে বিজ্ঞাপন দেখছি যে অকটেন মোবাইলে 3D মুভি দেখা যায়, যার দাম ৫০০০ টাকা। সেহেতু অনেকে মোবাইলে 3D মুভি দেখে থাকতে পারেন)। অন্যদিকে বর্তমানে উন্নত দেশগুলোতে IMAX 3D প্রযুক্তিতে মুভি প্রদর্শন করা হয়ে থাকে। কিন্তু এই সপ্তাহে বাংলাদেশ প্রথম থ্রিডি সিনেমা হলের যাত্রা শুরু হলো যা IMAX 3D এর মতো উন্নত না কিন্তু যা এসেছে তাই আমাদের কাছে অনেক।  আর IMAX 3D হলে টিকিটের দাম মিনিমাম ২০০০ টাকা হতো, এতো টাকা দিয়ে দেখতাম কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

দ্যা অ্যামেজিং স্পাইডার ম্যান থ্রিডি (The Amazing Spider-Man 3D) সম্পর্কে কিছু তথ্য
================================
দ্যা অ্যামেজিং স্পাইডার ম্যান থ্রিডি (The Amazing Spider-Man 3D) এই মুভি বানাতে খরচ হয়েছে বাংলাদেশে টাকায় ১৮০০ কোটি টাকা। আর আয় করেছে ৫৬০০ কোটি টাকার বেশী। এই মুভি শুধু 3D ভার্সনই মুক্তি পায় নাই, অনেক দেশে 4D ফরমেটেও মুক্তি পেয়েছে। এর নায়ক Andrew Garfield ও নায়িকা Emma Stone। মুভিতে যে ভারতীয় অভিনেতা Irrfan Khan অভিনয় করেছে তা মুভি দেখার আগে জানতাম না (আসলে আমি বিগ বাজেট/হিট মুভির ট্রেলার বা রিভিউ পড়ি না, দেখার আগে মজা নষ্ট হবে বলে)।
=================================
টিকিট প্রাপ্তি

রবিবারে মুভি দেখতে গিয়ে ধরা খেয়েছিলাম। টিকিট নাই। তাই তখন আজকের সকাল ১১.০০ টার প্রিমিয়াম টিকিট কেটে ছিলাম ৩০০ টাকা দিয়ে ।
http://i.imgur.com/yntrT.jpg
(টিকিট)
http://i.imgur.com/D8JPA.jpg
(লাইন তেমন ছিলনা কিন্তু টিকিট নাই)


যাত্রা
আজ সকাল সকাল ঘুম হতে উঠে, সকালের নাস্তা খেয়ে অপেক্ষায় থাকলাম কখন ১০.৩০ বাজে। আমার বাসা হতে বসুন্ধরা সিটি খুব কাছে তাই পায়ে হেঁটেই রওনা দিলাম  বসুন্ধরা সিটিতে আবস্থিত স্টার সিনে কমপ্লেক্সের উদ্দেশ্যে। হলের সামনে যখন দাঁড়ালাম তখন ১০.৪০ মিনিট। ঢুকতে পারলাম না । বললো আরো ১০  মিনিট অপেক্ষা করতে। সিকিউরিটি চেকিং এরপরে ১# হলের  কাছে গেলাম। হলের মুখে তবারকের মতো থ্রিডি গ্লাস বিতরণ চলছিল। আমি কাছে গেলে তারা টিকিটে একটা টিক দিল ও চশমা হাতে দিল এবং মিষ্টি করবে বললো, মুভি দেখার শেষে এটা রিটার্ন দিতে হবে।

http://i.imgur.com/13SBE.jpg
(সিকিউরিটি চেকিং এর প্রস্তুতি নিচ্ছে গার্ড)

http://i.imgur.com/R7gZn.jpg
৭০ টাকা দিয়ে পপকর্ন বিক্রি হচ্ছে। আমার কাছে মনে হয়েছে খাবার বেঁচেই এরা আসল লাভ করে tongue   

থ্রিডি চশমা রিভিউ

আমার ধারণা ছিল এক সাইডে লাল ও আরেক সাইডে নীল গ্লাস ওয়ালা থ্রিডি চশমা দিবে কারণ উন্নত দেশের মতো বাংলাদেশে ব্যাটারী ওয়ালা ভারী চশমা দেবার প্রশ্নই ওঠে না। কিন্তু যা দিল একেবারেই প্রত্যাশা করি নাই। বড় সাইজের একটা হাল্কা কালো সানগ্লাস। কিন্তু চশমাটির গ্লাস সানগ্লাস এর মতো ক্লিয়ার না, ওয়েভ মতো আছে। প্রথম পাঁচ মিনিট অসস্তি লাগলেও পরে কুল লেগেছে।


থ্রিডি হল রিভিউ

শুনে ছিলাম ১০০০ সিট নিয়ে বিশাল নতুন সিমেনা হল বানানো হয়েছে। কিন্তু আমার কাছে মনে হলো ৩৫০-৪০০ টি সিট।  ১০/১২ টি row আছে। একেক রো তে ৩৫ জন বসতে পারবে। বসার সিট গুলো আরামদায়ক ছিল।

http://i.imgur.com/uHUAl.jpg

http://i.imgur.com/SX1pQ.jpg
(এই সেই থ্রিডি চশমা)

শুরু হলো সিনেমা

৫ মিনিট যাবার পরে মনে হলো 2D মুভি দেখছি। চশমা খুলে ফেলতাম। সেম টু সেম চশমা দিয়েও যা দেখছি তা ছাড়াও প্রায় একি দেখছি  crying crying । তখন মনে হলো ৩০০ টাকার ১২৫ টাকা পানিতে। কিন্তু এই প্রথম আধ ঘন্টা হলের সবাই প্রাণ খুলে হেসেছে।  ছবি ঘোলা না, একেবারে পরিষ্কার।নীচের মতো।

http://i.imgur.com/vGEYG.jpg
(মুভির 2D পার্ট)


কিন্তু ২৫ মিনিট যাবার পরে বহুল প্রতিক্ষিত 3D ইফেক্ট দেখতে পেলাম। পিটার/স্পাইডারম্যান যখন ল্যাবে যায় তখন লেজার বীম গুলো মনে হচ্ছিল একেবারে আমাদের গায়ে এসে পড়ছে। তখন চশমা খুললাম। দেখলাম স্ক্রিন ঘোলা। যখন একশন ও ইফেক্ট দেখানো হয় তখন 3D স্পষ্ট ভাবাই বোঝা যাচ্ছিল। একশন গুলো থ্রিডি এফেক্টের জন্য অসাধারণ লেগেছে বিশেষ করে বৃষ্টি পড়া, আকাশে ক্যামিকেল এর বিস্ফোরণের পরের সিন আর একেবারে শেষের সিন  thumbs_up thumbs_up thumbs_up thumbs_up thumbs_up  ।

http://i.imgur.com/ZQexX.jpg
(মুভির 3D পার্ট)

ধরেন ৯০ মিনিট 2D আর বাকি ৪০ মিনিট 3D। The Amazing Spider-Man ২ডি তে দেখে যে মজা পাবেন তার চেয়ে এই নরমাল 3D তে ডাবল মজা পাবেন।


মুভি দেখার পরে চোখের অবস্থা

আসলে চশমা টি অনেক কুল ছিল। চোখে কোন চাপই অনুভব করি নাই। আশে পাশে কারো সমস্যা হয়েছে বলে মনে হয় নাই। সবাইকেই সুন্দর ভাবেই হলের বাইরে বের হতে দেখলাম।

আন্ডা-বাচ্চা সহ কি এই মুভি দেখতে পাবো ?

মুভিতে অশ্লীল কোন সিন নাই। কিন্তু তিনটি ডিপ কিস ও একটি শর্ট কিস আছে। তা ছাড়া ট্রেনে ব্রা ও জিন্স পড়া এক মহিলাকে দেখা যাবে।এটাতে যদি কোন সমস্যা না থাকে তবে পোলাপান নিয়ে যেতে পারেন। (এখন ইন্ডিয়ার টিভি গুলোতে  ক্রিকেট খেলার মাঝে এরচেয়ে বেশী খোলা মেলা সিন থাকে)


গল্পঃ

যারা অসাধারণ গল্প ও টুইস্ট খোঁজেন তাদের জন্য এই মুভি না। ১০০% বিনোদন দেবার জন্য জন্য মুভি। যেহেতু এটা Spider-Man (2002) এর রিমেক তাই বলার কিছু নাই। খালি এই স্পাইডারম্যানের পাওয়ার কম তাই প্রযুক্তি ব্যবহার করে।


আমার রেটিং: ৯ 

রেটিং বাসায় বসে দেখলে আমি ৭ দিতাম কিন্তু সিনেমা হলে বসে দেখায় যেমন সাউন্ড ইফেক্ট ভালো লেগেছে তেমনি এর ভিসুয়াল ইফেক্ট জোশ লেগেছে তাই এই রেটিং দিলাম।  কিন্তু  invarbrass টাইপের মুভি বোদ্ধারা যদি এই মুভি দেখেন তবে রেটিং ৩ এর বেশী দেবেন না। তাই দেখার আগে মেন্টাল এইজ ১৬ বা এর কাছাকাছি লেভেলে নামিয়ে নেবেন। শুধু মুভি এনজয় করবেন। চিন্তা ভাবনা করার কাজ ডাইরেক্টর ব্যাটার।


থ্রিডি মুভি দেখার পরে অনুভুতি : আমার ৩০০ টাকা উসুল হয়ে গেছে।  তার ওপরে আমার প্রিয় নায়িকার (Emma Stone) সুইট অভিনয় দেখে আরো খুশি  love love love

http://i.imgur.com/H1VTd.jpg

আসলে থ্রিডিতে(হোক সেটা নরমাল) যে অনুভুতি পাওয়া যায় তা 2D বা বাসায় পাওয়া সম্ভব না।

ফ্রি উপদেশ
এই ঈদের সপ্তাহে যদি আপনি ঢাকায় থাকেন তবে অবশ্যই সিনেমা হলে গিয়ে 3D মুভি দেখবেন। মাস্ট ওয়াচ (গল্প এর জন্য না। একশন, সাউন্ড ও ভিসুয়াল এফেক্টের জন্য)। পারলে শুক্রবারে গিয়ে এডভান্স টিকিট কেটে রাখবেন নতুবা টিকিট পাবেন না।

আগামী দুই দিনের মধ্যেই অনলাইনে এর ব্লু-রীপ এসে যাবে। বাসায় বসে দেখলে ভোগাস মুভি মনে হতে পারে।

================================
আবারো মনে করিয়া দিচ্ছি
লেখাটি যদি পড়েন তবে প্লিজ রিপ্লাই দেবেন। এক শব্দের হলেও কোন সমস্যা নাই। আর টাইম থাকলে ফেসবুকে শেয়ার দিয়েন।
================================


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>