নতুন একটি মোবাইল কিনতে চাচ্ছি।
বাজেট: অনধিক ৮,০০০/= (আট হাজার টাকা)।
ধরন: টাচ ও টাইপ এবং ডুয়াল সিম
টাচ স্ক্রিন: ৩.২" অথবা উপরে।
অ্যান্ড্রয়েড: থাকা না থাকায় সমস্যা নাই। কারন অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারিনা। থাকলে ব্যবহার শিখার চেষ্টা করা পারা; এই আরকি।
সেট প্রায়োরিটি:
১) নোকিয়া/স্যামসাং
২) সিম্ফনি/ওয়ালটন
বিঃদ্রঃ গুলশানের নোকিয়া স্টোর কোথায় স্থানান্তর হয়েছে কেউ লি বলতে পারেন? গুলশানে আগের নোকিয়া স্টোর এর জায়গায় এখন স্যামসাং স্টোর।