আমি গ্রামীন ফোনের ZTE MF100 মডেলের মডেম ইউজ করি। গ্রামীন সিম ভালভাবেই নেট ইউজ করতাম এমনকি বাংলালিঙ্ক সিম দিয়েও ভালভাবেই নেট ইউজ করেছি কিন্তু কিছু দিন যাবত আনকমন একটা সমস্যাতে পড়েছি তা হল আমি বাংলালিঙ্ক, গ্রামীন, রবি যে সিম দিয়েই নেট চালাই না কেন ১৫-২০ মিনিট পরপর মডেমটা প্লাগ আউট হয়ে যাই। মানে হল এটা ডিসকানেক্ট না মডেমটা পিসি থেকে হারিয়ে যায় আবার খুলে তারপর ঢুখিয়ে কানেক্ট করে কাজ করতে হয়। কিন্তু ডাউনলোড চাপানো থাকলে একটু বেশি সময় কানেক্ট থাকে। তবে ডাউনলোডের স্পিড কমে আসলে মডেম আবার প্লাগ আউট হয়ে যাই। আমি প্রত্যেক সিম এর জন্য আলাদা সেটিং ট্রাই করে দেখেছি কিন্তু কোনও লাভ হয়নাই। অনেক দিন ট্রাই করার পর সর্বশেষ যা বুঝেছি তা হল মডেমটাকে নতুন করে ফ্লাশ দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে বাট আমার কাছে এই মডেমের ফ্লাশিং সফটওয়্যার নেই এবং ফ্লাশিং মেথড আমার জানা নেই। তাই হেল্প দরকার। সমাধানটা জানা থাকলে প্লিজ হেল্প করুন।
↧