দুই বউ সাথে আরফিন রুমী। ডান নতুন বামে পুরান।
আমার কাছে তো আগের বউই ভালো লাগছে। ৩য় বিয়ে কবে হয় তার অপেক্ষায় থাকলাম।
বিতীয়বারের মতো বিয়ে করলেন সংগীতশিল্পী আরফিন রুমী। কনে যুক্তরাষ্ট্র-প্রবাসী কামরুন নেসা। বিয়ে উপলক্ষে গতকাল বুধবার ভোরে তিনি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন। কাল রাতেই রাজধানীর পুরান ঢাকার গুলবদন দরবার শরিফে (রুমীর দাদার বাড়ি) রুমীর দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা গেছে, রাত ১১টার দিকে রুমীর দ্বিতীয় বিয়ের কাজটি সারা হয়। বিয়েতে রুমীর প্রথম স্ত্রী অনন্যা, মা, বড় ভাইসহ উভয় পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
রুমীর প্রথম স্ত্রী অনন্যার ঘরে আরিয়ান নামের দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।
দ্বিতীয় বিয়ের পর আজ সকালেই রুমী উড়াল দিয়েছেন কাতার ও বাহরাইনের উদ্দেশে। বিমানবন্দরে রুমীকে বিদায় জানান তাঁর দুই স্ত্রী—অনন্যা ও কামরুন নেসা। কাতার ও বাহরাইনে প্রবাসী বাঙালিদের আয়োজনে দুটি অনুষ্ঠানে গান করবেন আরফিন রুমী। ২৯ অক্টোবর দেশে ফিরবেন তিনি।
http://www.prothom-alo.com/detail/date/ ews/300841