Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

সন্মাননার হাফ সেন্চুরিতে পরিচয় পর্ব সেরে ফেললাম

$
0
0

নাম: সজীব রহমান
পেশা: ছাত্র(সন্মান ৩য় বর্ষ) ব্যবসায় প্রশাসন
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-snc6/250170_431673250222396_889708411_n.jpg
আমার একখানা ফটুক দিয়া দিলাম জানি না নিয়ম আছে কিনা। না থাকলে বলবেন এডিট করে নেবো।
গাল ভাঙ্গাতো তাই হাসি দিয়া গাল ভরার চেষ্টা।

ব্যবসায় প্রশাসনের ছাত্র হওয়া হলেও বিজ্ঞানের বই পড়তে ভালো লাগে বিশেষ করে বায়োলজি বই(টেক্সট বই না) গুলো বেশী পছন্দ। তবে পাঠক হিসেবে সর্বভুক বলতে পারেন। ভালো যেকোনো রাইটার এর বই পড়ি।অনেক আগে থেকেই বিভিন্ন ফোরাম বা বিভিন্ন ব্লগ পড়ার অভ্যাস। রাতে কলসেন্টার জেগে থাকতে হত বলে শেষ পর্যন্ত একাউন্ট খুলে ফেললাম প্রজন্মে । অন্যগুলোতে পড়তে ভালো লাগতো তবে সবচেয়ে ডিসেন্ট পরিবেশ প্রজন্মে পেলাম ।বাংলা টাইপ করতে পারতাম না বলে প্রথমে অভ্যর্থনা কহ্মে প্রবেশ করিনি বললে কিছুটা মিথ্যা হয়ে যাবে। আমার নিয়মাবলি পড়ার খুব একটা অভ্যাস নেই তাই অন্যান্য একাউন্ট এর মত করে ভাবলাম এ নতুন আর কি হবে ট্রাম্স & কন্ডিশন মানি , ওকে ক্লিক, দেন হয়ে গেলো একাউন্ট। পরে একজন বিশেষ রাজনীতি প্রিয় ফোরামিক কে অনেকে যখন বললো আপনি নিয়ম না মেনে পোস্ট করছেন মানে আপনি এখনো আপনার পরিচয় অভ্যর্থনা কহ্মে দেননি । পরে মনে হল আমি ও একই পাপী । তা যেই হোক আমার পরিচয় খানা দিয়ে নিলাম। উপলহ্ম্য সন্মাননার হাফ সেন্চুরিতে ও পরিচয় পর্ব সেরে ফেললাম ।

বি:দ্র: বানান ভুল আছে ফনেটিক এ সব লিখতে পারি না।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>