টুকটাক লেখালেখি হোক, আর হার্ডকোর কোড এডিটিং, টেক্সট এডিটর খুব ই কাজের একটা জিনিস। প্রায় প্রতিদিন ই আমাদের এটা নিয়ে কাজ করতে হয়। এই টপিকে আপনাদের প্রিয় এডিটরের কথা শেয়ার করতে পারেন। সাথে স্ক্রীণশট দিলে আরও ভাল হয়
আমি একাধিক এডিটর ব্যবহার করি। প্রত্যেকটারই সুবিধা অসুবিধা আছে।
নোটপ্যাড++ :
সুবিধাঃ
সিনট্যাক্স হাইলাইটিং
কোড ফোল্ডিং
ইউজার ডিফাইন্ড ল্যাংগুয়েজ এর সিন্ট্যাক্স হাইলাইটিং
কোড কমপ্লিশন
ম্যাক্রো
অসুবিধাঃ
কোড স্নিপ্যাট সমর্থন করেনা
ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে কোড কমপ্লিশন দেয়না
লিঙ্কঃ http://notepad-plus-plus.org/
প্রোগ্রামারস নোটপ্যাডঃ
সুবিধাঃ
সিনট্যাক্স হাইলাইটিং
কোড ফোল্ডিং
কোড কমপ্লিশন
টেক্সট ক্লিপ(ম্যাক্রোর মতই)
এইচটিএমএল এক্সপোর্ট
স্প্লিট ভিউ
রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে সার্চিং
অসুবিধাঃ
নোটপ্যাড++ এর তুলনায় কিছুটা ধীরগতির
কোড কমপ্লিশন সীমিত
লিঙ্কঃhttp://www.pnotepad.org/
পিএসপ্যাডঃ
সুবিধাঃ
কোড কমপ্লিশন
এফটিপি ক্লায়েন্ট
ম্যাক্রো রেকর্ডিং
দুটো ডকুমেন্টের পার্থক্য ধরতে পারে
হেক্স এডিটর
এইচটিএমএল প্রিভিউ
এইচটিএমএল এক্সপোর্ট
অসুবিধাঃ
সিন্ট্যাক্স হাইলাইটিং আমার পছন্দ হয়নি, বেশি সাদামাটা
লিঙ্কঃ http://www.pspad.com/
সাবলাইম টেক্সটঃ
সুবিধাঃ
ফোল্ডার সহ ফাইল ওপেন করতে পারে
সিন্ট্যাক্স হাইলাইটিং
কোড কমপ্লিশন
ওয়ার্ড কমপ্লিশন
স্প্লিট এডিটিং
ইউজার ডিফাইন্ড কোড কমপ্লিশনের জন্য কোড স্নিপ্যাট
মাল্টিপল সিলেকশন
অসুবিধাঃ
কোড কমপ্লিশন সীমিত পর্যায়ের
রেজিস্টার না করলে নির্দিষ্ট সময় পরপর মেসেজ বক্স দেখায়
লিঙ্কঃ http://www.sublimetext.com/