আমার এক্সেলে তৈরি একটি ডাটাবেজ আছে (অনেক ধরনের ফিল্ড এবং প্রায় দশ হাজার তথ্য যা নিয়মিত আপডেট হবে।)। এখন এটি আমি অনলাইনে ওয়েবসাইটে রাখতে চাই। অনেকটা এডুকেশন বোর্ডের রেজাল্ট এর মতো হোম পেজ হতে হবে। যেখানে এক্সামিনেশন, ইয়ার, বোর্ড, রোল নম্বর উল্লেখ করে সাবমিট বাটনে ক্লিক করলে একটি রিপোর্ট মতো শো করে, এবং প্রিন্ট আউট নেয়া যাবে। তবে তার আগে একটি পেজ থাকবে যেখানে নাম এবং কোড লিখতে হবে। (কারণ এটি বিধিবদ্ধ সংরক্ষিত কিছু ইউজারের জন্য) এরজন্য কি করতে হবে? উল্লেখ্য যে, আমার একটি জুমলায় তৈরি ওয়েব সাইট আছে সেখানে এটি রাখতে চাই। ফোরামের যারা এ বিষয়ে জানেন, তারা একটু দিক নির্দেশনা দিলে উপকৃত হবো।
↧