Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

এই লেখাটা পাড়ে দেখুন ভবিষ্যাতে প্রতারনার হাত থেকে রক্ষা পাবেন

$
0
0

কিছু দিন আগে আমার আম্মুর মোবাইলে এক অচেনা নাম্বার থেকে ফোন আসে,লোকটির পরিচয় চানতে চাইলে সে বলে-আমি মানুষ জাতি না আমি আতুষি জাতি,মা তোর নাম্বার পেয়েছি শবেবরাত এর রাতে,তুই খুব ভাগ্যবতি অনেক টাকার মালিক হবি,তুই কাল সকালে সিলেট মাজারে মোমবাতি কিনে দিবি,না দিলে তোর ছেলে মেয়েদের বড় ক্ষতি হবে , তখন আম্মু বল্ল সিলেট তো অনেক দুরে তাই যাওয়া যাবে না..তখন সেই লোকটি বল্ল এই যে নাম্বার দিয়া কথা বলছি এটা সিলেট মাজার এর খাদেম এর নাম্বার,খাদেম কে ঘুমিয়েয় রেখে তোর কাছে কল দিছি তুই খাদেমের মোবাইলে মোমবাতি কিনার জন্য ১০০ টাকা পাঠিয়ে দে,

আম্মু আমাদের না জানিয়ে তার মোবাইলে টাকা পাঠিয়ে দেয়..এখন আম্মুর সরলতার সুজোগ নিয়ে বার বার টাকা পাঠাতে বলে এপর্যন্ত ১১০০ টাকা পাঠিয়েছে তার মোবাইলে,

এর পরে গত ৩০/১০/২০১২ তারিখে বলে আজকের দিনের মাঝে ১২০০০ হাজার টাকা গাজীপুর গিয়ে একটা জঙ্গলের পাশে রেখে আসবি না আসলে তোর ছোট ছেলেকে সাপে কামরাবে আর তার বিষ কেই নামাতে পারবে না,আম্মু এই কথাগুলো আব্বাকে বলে,আব্বা ও বিশ্বাস করে-আর এমন ভাবে বলছে আব্বা রাজি হয়ে সন্তানের মঙ্গলের আসায়,সেই দিন তাদের দেওয়া ঠিকানা মতো ১২০০০ হাজার টাকা রেখে আসছে আমাদের না জানিয়ে ,

এখন আবার বলে মসজিদ তৈরি করে দিতে ও ১৮০০ লোক এর খাবার খাওয়াতে এটা না পারলে তার কাছে ২২০০০ হাজার টাকা দিতে,যদি না দেয় তা হলে ছেলে সন্তান মারা  যাবে ৪০ দিনের মাঝে,
আমার আম্মুর মাথার ভিতরে এই সব বিপদের কথা বলে পাগল কর দিছে..তাই আম্মু অসুস্তর মতো হয়ে গেছে...কিন্তু আমি এই সব জানার পরে বুজছি এরা হলো ধান্দাবাজ এখন কি করতে পারি সকলের কাছে পরামর্শ চাচ্ছি...সেই লোকটির মোবাইল নাম্বার হলো-( 01726527627 ) ও তার মোবাইল দিয়ে ১টা ফেসবুক আইডি খুলা হয়েছে তার লিংক http://www.facebook.com/stwanrinma1

আমি সব ঘটনা জানার পরে আম্মুর ফোন অফ করে রাখছি কিন্তু এখন আব্বার ফোনে একই রকম কথা বলে ভয় ভিতি দেখায় ওদের সাথে আরো ২/৩ জনে কথা বলে ভোর রাতে কল করে ও কখনো মেবাইল খেলা থাকে আবার বন্দ রাখে অন্য কোন নাম্বার দিয়া কল দিলে কল রিসিভ করে না

বন্ধুরা আপনাদের মাঝে যদি কেউ আইনের ও গেয়েন্দা বিভাগের কর্মরত থাকেন তাহলে দয়া করে বিষয়টি দেখুন, ও সকলের সাহায্য কামনা করছি.


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>