Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

আমার ভারত যাত্রা ও মোবাইল কল রেট ও নেট প্যাকেজ..... সেলুকাস

$
0
0

আমাদের দেশে যারা টেলিঠগের ৩জি বা ২জি ইন্টারনেট আজগুবি প্লানের জ্বালায় অতিষ্ঠ তাদের জ্ন্য সামান্য লাচ্ছির ব্যাবস্থ্যা করলাম

আমি ডাক্তার দেখাতে ও বেড়াতে এ পর্যন্ত ৬/৭ বার ইন্ডিয়া গিয়েছি। আমি দেখেছি অনেক আজগুবি নিয়ম বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে...
http://media.somewhereinblog.net/images/thumbs/ashimroy_1352001682_1-Screen_shot_2012-11-04_at_9.18.54_AM.png
ভারতে ঢোকার সাথে সাথে অনেক গুলো কার্ড কিনলাম পরে দেখি পাঞ্চ হচ্ছে না, ট্রেনের পাশের যাত্রী বললেন সিম কার্ড্টা কোথায় কিনেছেন আমি বললাম এর আগের বার ইন্ডিয়া এসেছিলাম তখ্ন কোলকাতা থেকে কেনা।
তাহলে তো হবে না দাদা আপ্নাকে কোলকাতায় কার্ড কিনে পাঞ্চ করতে হবে। কোলকাতার কেনা সিমে হিলির কার্ডএ বা হিলিতে কেনা সিমে কোল্কাতার কার্ডএ চলবে না    অথবা  লাপ্পু করাতে হবে !!!!! (ফ্লেক্সিলোডের মত সিষ্টেম)
হায়রে দেশ হায়রে লাপ্পু!!!
আরো ম্জার ব্যপার আছে আপনি হিলিতে বা বেনাপোলে সিম কিনেছেন কিন্তু কথা বল্ছেন কোলকাতায়?? FYI আপ্নি রোমিংয়ে আছেন।মানে কথা বলার জ্ন্য বেশি পয়সা দিতে হচ্ছে আপ্নাকে।   hairpull hairpull
প্রথম বার কোলকাতা গেলাম কানেকশন কিনে বললাম রিফিল দেন সে ৩৩০টাকার কার্ড দিল (২০০১-০২) আমি কার্ড ভরলাম দেখি একাউন্টে ১৫০ টাকা ( মানে আমার ১৮০টাকা হাওয়া) আমাকে বলল এটাই তো নিয়ম। আপ্নি যদি আমাকে বলতেন লাপ্পু করে দিতাম যা টাকা তাই পেতেন কিন্তু মেয়াদ পেতেন না। কিন্তু নতুন কানেক্সান তাই  ৩৩০টাকা দিয়ে ১বছরের মেয়াদ নেওয়া ভাল না দাদা ???
মনে মনে বলি ক্ষ্যাতা পুরি তোর মেয়াদের।


পরে চিন্তা করলাম আমাদের এই ছোট দেশের মোবাইলের প্যাকেজেই ঠিক মত জানি না আবার অন্যের দেশ!!!!!

আরো আছে আমি আস্তে আস্তে দিচ্ছি..... (আপডেট হবে, ছবি দিতে পারছি না.. )
http://media.somewhereinblog.net/images/thumbs/ashimroy_1352001722_2-Screen_shot_2012-11-04_at_9.25.43_AM.png
http://media.somewhereinblog.net/images/thumbs/ashimroy_1352001805_3-Screen_shot_2012-11-04_at_9.31.51_AM.png


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>