কে সম্প্রতি কি মুভি দেখলেন?? কেমন লাগলো???
আসুন এই টপিকে শেয়ার করি... আমি অনেক দিন পর পুরোপুরি মুভির জগৎ এ ব্যাক করতে পারলাম। তাই ভালো লাগছে এই দুই মাসে ১০০ টার মত হইছে মনে হয়। একেবারে নতুন কিছুটা পুরানো মিলিয়ে হরর মোটামুটি কভার করেছি। তাও দেখি বাকি আছে। হা হা হা হা
রিসেন্ট দেখলাম
১/ ব্রুটাল : BRUTAL
দারূন কাহিনী একটা মার্ডারকে ঘিরে। গোয়েন্দারা জড়িয়ে পড়েন সিরিয়াল কিলারের সাথে। এরপরে শুরু হয় হত্যা কান্ড। তবে সবাই মিলে দেখতে পারবেন না।
২/ ব্ল্যাক ওয়াটার : BLACK WATER
উত্তেজনায় ভরপুর। এক নির্জন জায়গায় ছোত একটি বোট নিয়ে ভ্রমণ করতে গিয়ে মানুষ খেকো কুমিরের হাতে পরে যায় ছোট্ট পরিবারের সদস্যরা।
৩/ এলাইভ অর ডেড : ALIVE OR DEAD
হুদাই খুন করে বাসের ভিতরে একের পর এক মানুষ কে। কাহিনী সুন্দর না তবে সীন গুলা ভালো দেখাইছে। দেখতে কষ্ট হইতে পারে।
৪/ ডেড এন্ড গন : DEAD AND GONE
ভালো কাহিনী না তেমন এক আর্টিস্ট নির্জন জায়গায় আর্ট করতে যায়। সাথে থাকে তার অসুস্থ মা। যার প্ররোচনায় নিজের অজান্তেই শিল্পী হয়ে উঠেন এক বীভৎস খুনি।
৫/ প্যাথলজি : PATHOLOGY
ডাক্তার রা কতটা খারাপ হতে পারে তার প্রমান। নিজেরা ইচ্ছে করে মানুষ খুন করে তাদের লাশ নিয়ে মজা করে বলে এটার পোস্টমর্টেম করা হয়েছে। ভালো ডাক্তারগুলো আস্তে আস্তে জড়িয়ে পড়ে এই ক্রাইমের সাথে। একলা একলা দেখতে পারেন অনেক মজা পাবেন।
৬/ ডার্ক প্লেস: DARK PLACE
কিছু বুঝা যায় না সিরিয়াস ফাউল একটা মুভি পুরা দেড় ঘণ্টা নষ্ট।
৭/ ডার্ক ফ্লোর : DARK FLOOR
ভালো পোলাপান দের জন্য বাচ্চা একটা মেয়েকে ভূতে ধরে এই কাহিনী নিয়ে পুরা ছবির ঘটনা
৮/ কোল্ড প্রে : CLOD PREY
কমন কাহিনী বন্ধুরা মিলা ঘুরতে যায় গিয়া পইড় যায় সিরিয়াল কিলারের হাতে তেমন একটা ভায়োলেন্স নাই দেখতে পারেন ভুয়া লাগছে আমার কাছে যদিও।
একটাও শিক্ষনীয় মুভি দেখা হয় না খালি সাইকো জিনিস। কিছু সাজেস্ট করেন ভালো মুভি নামাই দেখি। নইলে আমি নিজেও পাগল হয়া যামু। আর তো বাদ নাই এই মুভি আর-রেটেড, আন-রেটেড মুভি ছাড়া এতদিন নামাইতাম না এখন থেইকা ভালো কিছু নামানোর ধান্দা করি দেখি ভাই সাজেস্ট করেন তবে নতুন মুভি হতে হবে পুরাতন প্যাচাল ভালো লাগে না।