এটা একটা পুরোনো কবিতা - বেশ ক'বছর আগে লেখা হয়েছিলো। হঠাৎ খুঁজে পেলাম।
:::ফিরিয়ে দিলাম:::
আমার এই মন নয়তো স্বাধীন – তোমার মত!
তাই বুঝবে কী করে, কী জ্বালা অক্ষমতার?
বঞ্চনায় অভ্যস্ত নিঃস্ব এ হৃদয়ে কখন এসে দাঁড়িয়েছে
কামনার অবুঝ পথিক – তৃষ্ণার্ত!
বুঝিনি আমি, বুঝতে আমি পারি নি।
হাত পেতেছিলো বুভুক্ষের উদ্গ্রতায়...
আর চোখের তারায় নেচেছিলো চিত্র-কল্প
চেতনার কোন গভীরে সুপ্ত আরক্ত ভালোবাসার!
ভেসে যেন যায় আমার যত প্রতিরোধ – নিরেট নীরবতার।
তোমার উন্মন সময় আমার দিশেহারা রজনীতে
মাথা কুটে মূক যন্ত্রণায়।
প্রতীক্ষায় বসে থাকা তোমার প্রতিটি ক্ষণ
হেঁটে যায় আনমনে আমার উষর বুকে
সিক্ত পদচিহ্ণ এঁকে এঁকে।
হাহাকারে কেঁপে উঠি
জানি, অপ্রাপ্তিই আমার আজন্ম নিয়তি
কী লাভ বেঁধে অসম্ভবের মায়াজালে?
তাই বেদনাহত বিষণ্নতায় ফিরিয়ে দেই তোমাকে...
আর আমি বসে থাকি যেন অনন্তকাল – স্তব্ধ নিথর।
বুক ভাঙ্গার অনিচ্ছাকৃত অপরাধে!
-----------------------------------------------------
উদাসীন