বই ও ছাত্রের কথোপকথনঃ
বইঃ সেই তুমি কেন এত অচেনা হলে?
ছাত্রঃ সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম?
বইঃ কেমন করে এত অচেনা হলে সে তুমি?
ছাত্রঃ কীভাবে এত বদলে গেছি এই আমি?
বইঃ টেবিলের সব ধূলো দু' হাতে সরিয়ে, চল পড়তে যাই!
বইঃ তুমি কেন বোঝনা আমাকে ছাড়া তুমি অসহায়!
তোমার সবটুকু জ্ঞান সেতো আমাকে ঘিরে!
ছাত্রঃ আমার ফাঁকিবাজি ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়!
ছাত্রঃ যতোবার ভেবেছি পড়তে বসব তারও বেশি ঘুম পেয়ে যায়,
পড়ে আসা সেই সব পড়াগুলো মনে করতে আমি পারি না
বইঃ তুমি কেন বোঝনা আমাকে ছাড়া তুমি অসহায়!
তোমার সবটুকু জ্ঞান সেতো আমাকে ঘিরে!
ছাত্রঃ আমার ফাঁকিবাজি ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়!(সংগৃহীত)
↧
বই ও ছাত্রের কথোপকথনঃ
↧