Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

৪৭ বৎসর বয়স্ক এক বসনিয়ান মুসলিম পায়ে হেঁটে হজ করতে মক্কায় পৌঁছলেন।

$
0
0

http://img854.imageshack.us/img854/7973/hadjik.jpg
সেনাদ হাদযিক

সেনাদ হাদযিক। ৪৭ বৎসর বয়স্ক এক বসনিয়ান মুসলিম। হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরবে এসে পৌঁছেন। সোবাহানাল্লাহ! প্রায় ৩,৬০০ মাইল দূরত্ব (৫,৯০০ কি.মি) তাঁর গ্রাম থেকে পায়ে হেঁটে ভ্রমণ করেন।
তার দুর্বার আকাঙ্ক্ষা ছিল হজ করার। কিন্তু অর্থের অভাবে তা বাস্তবায়িত হচ্ছিল না, বললেন সেনাদ হাদযিক । তাই তিনি মনস্থ করলেন পায়ে হেঁটে সৌদি আরবে আসার। তিনি মাত্র ২০০ ইউরো নিয়ে যাত্রা শুরু করেন।
হজের অনুপ্রেরণা বুকে বেঁধে হাদযিক সুদীর্ঘ পথে প্রথম পা বাড়ালেন উত্তর বসনিয়ার বনাভিচি গ্রাম থেকে ২০১১ সালের ডিসেম্বর মাসে ।

তাঁর ভ্রমন যাত্রায়, সুদূর বসনিয়ার একটি গ্রাম হতে পায়ে হেঁটে মাক্কাতে এসে পৌঁছাতে পেরেছেন। দৈনিক ১২ থেকে ২০ মাইল অতিক্রম করে হাদযিক তুর্কী, জর্ডান , সিরিয়া সহ ছয়টি দেশ পেরিয়ে সৌদি আরবে প্রবেশ করতে সক্ষম হন।
হাদযিক জানান, বহু সুহৃদ পরিবারের আতিথেয়তা সহ তিনি রাত কাটিয়েছেন মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য নানা স্থানে ।
"কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি কি কখনো ভীত হইনি দুর্গম পথ অতিক্রম করতে?" আমি জবাবে বলেছি , "আল্লাহ আমার সাথে আছেন ...আমি কেন ভয় পাব?"

সুত্রঃ ফেসবুক


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>