কোন বিভাগে দেয়া উচিত বুঝতে পারছিনা তাই এখানে দিলাম। কেউ কি বলতে পারবেন সুরাগুলো কিসের ভিত্তিতে আগে পরে করা হয়েছে? যতদুর তথ্য পেলাম মহানবী (সা:) এর মৃত্যুর পর হযরত উসমান (রা:) এর সংকলন করেন। কেউ কি জানেন কিসের ভিত্তিতে সুরাগুলো সাজানো হয়েছিল? আয়াতসমূহ নাজিল হয়েছিল বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে। কোন সুরার শুরু কোথায় এবং শেষ কোথায় সেটই বা কিভাবে নির্ধারণ করা হয়েছে?
↧