ভেবেছ কি দুরে সরে
আমায় দিবে কষ্ট
পারবে কি আমায় ছেড়ে
থাকতে তুমি তুষ্ট ।
ভুল ভ্রান্তি হতেই পারে
হয়ো না পথ ভ্রষ্ট
একবার ভাব তো একসাথে কাটানো সময়
ছিলই কত মিষ্ট ।
এতোটুকু ভুলের জন্য
সুন্দর মুহুর্তকে করো না কালের চাকায় পিষ্ট
একা নই আমি, দুজন হতেই
অভিমানটা ছিল সৃষ্ট ।
Image may be NSFW.
Clik here to view.
একা একা সময়গুলো
লাগে যে বড় ক্লিষ্ট
ভেবে দেখ মনে মনে সেই দিন গুলোয়
তুমি আমি ছিলাম কত হৃষ্ট ।
সব কিছু ভুলে গিয়ে চল
সময় আর না করি নষ্ট
ভালবাসার ভাললাগায় ভরি জীবন
চলার পথ করি আরও স্পষ্ট ।
কথা দিলাম আমি তোমায়
দুজনের সময় গুলো কাটবে অতি শ্রেষ্ঠ।
Image may be NSFW.
Clik here to view.