Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

অভিমান . . . . .

ভেবেছ কি দুরে সরে
আমায় দিবে কষ্ট
পারবে কি আমায় ছেড়ে
থাকতে তুমি তুষ্ট ।

ভুল ভ্রান্তি হতেই পারে
হয়ো না পথ ভ্রষ্ট
একবার ভাব তো একসাথে কাটানো সময়
ছিলই কত মিষ্ট ।

এতোটুকু ভুলের জন্য
সুন্দর মুহুর্তকে করো না কালের চাকায় পিষ্ট
একা নই আমি, দুজন হতেই
অভিমানটা ছিল সৃষ্ট ।

Image may be NSFW.
Clik here to view.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/484969_527840930576994_490709509_n.jpg

একা একা সময়গুলো
লাগে যে বড় ক্লিষ্ট
ভেবে দেখ মনে মনে সেই দিন গুলোয়
তুমি আমি ছিলাম কত হৃষ্ট ।

সব কিছু ভুলে গিয়ে চল
সময় আর না করি নষ্ট
ভালবাসার ভাললাগায় ভরি জীবন
চলার পথ করি আরও স্পষ্ট ।

কথা দিলাম আমি তোমায়
দুজনের সময় গুলো কাটবে অতি শ্রেষ্ঠ।

Image may be NSFW.
Clik here to view.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-snc6/189632_528072267220527_573884530_n.jpg


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>