সাইফুল_বিডি নামে এক ফোরামিক হঠাৎ করে অবিশ্বাস্য ডিসকাউন্টে কার্ড বিক্রির অফার দেন
বাংলালায়ন এর কার্ড কিনুন ১০০-২০০ টাকা ডিস্কাউন্টে
তার কিছুদিন পরে হঠাৎ জানা গেল যে বাংলালায়ন থেকে প্রচুর কার্ড চুরি হয়েছে। এবং এজন্য বাংলালায়ন তাদের ঐসব কার্ড বিক্রি স্থগিত করেছে।
সাবধানঃ ১০০০ ও ১৫০০ টাকার কার্ড কিনতে মানা করেছে বাংলালায়ন
ফোরামিক সাহেব আগে নভেম্বর পর্যন্ত অফার চলবে বললেও এই ঘটনার পরে হঠাৎ করে অফার বন্ধ করে দিলেন!
তিনি বলেছিলেন যে নতুন দোকান যেভাবে নিজের লাভ থেকে ছাড় দেয় উনিও সেভাবে দিচ্ছেন। তাহলে হঠাৎ এমন কি হল যে তিনি অফার বন্ধ করতে বাধ্য হলেন নির্ধারিত সময়ের আগে? এখন কি আর লাভ থেকে ছাড় দেয়া যাচ্ছে না?
বাংলালায়ন ডিলারদের কত টাকা কমিশন দেয় (উনি কিন্তু ডিলারও না, ডিলারের কাছ থেকে কিনেন বলেছেন!)
আমরা চাই না আমাদের প্রিয় ফোরাম চোরাই বাজারে পরিণত হোক। এব্যাপারে মডুগণের পদক্ষেপ কামনা করছি। উনার বক্তব্য শুনে তার উপর ভিত্তি করে ব্যবস্থা নেয়া হোক। উনি যে কার্ড ডিলারের কাছ থেকে কিনেছেন তার প্রমাণ চাই।