উদাস সকাল উদাস বিকাল
উদাস দিবারাত্র,
উদাসীনতায় কেনো ভর করেছে আজ
হিমুনিতো নয় উদাস হওয়ার পাত্র।
উদাস মনে লেখার চেষ্টা
কবিতার দু চার ছত্র,
হিজিবিজি ব্যাঙের ছাতা, ভর্তি হইছে খাতার পাতা
বেশ হইছে ছাতার মাথা আর ছেঁড়া বৃক্ষ পত্র ।
প্রকৃতি আজ তপ্ত, উদাসীনতা হইছে রপ্ত
সন্দেহ নাই এতে বিন্দু মাত্র,
উদাসীনতার হইছি শিক্ষক
উদাস মানুষগুলো সব আমার ছাত্র।