আমি একটি জরুরী গোপন বার্তা আমাদের ফায়ারফক্স ভাই কে পাঠানোর জন্য সেই দুপুর থেকে চেষ্টা করছি বাট পারছিনা।
বার বার
এলার্ট! বার্তাটি সংরক্ষন বা পাঠাতে হলে নিচে দেওয়া এররগুলো অবশ্যই ঠিক করতে হবেঃ
আপনার প্রদত্ত নামে ফোরামে কোন সদস্য নেই। অনুগ্রহ করে সঠিক নাম দিন।
এটা দেখাচ্ছে। পরে অফিসের পিসি থেকে ট্রাই করেছি । একই সমস্যা হয়েছে।
তাই বার্তাটা এখানে কোর্ট করলাম। মডুরা বার্তাটা ফক্স ভাইকে দয়াকরে সেন্ড করুন।
ধন্যবাদ ভাই। ঢাকার ইন্ডিয়ান এম্বাসির ওখানে এবং বনানিতে অনেক ট্রাভেল এজেন্ট ও টুর অপারেটর আছে যারা ইন্ডিয়ার যেকোন জায়গার ট্রেনের কর্নফার্ম টিকিট করে দেয়। ওরা কিছু সার্ভিস চার্জ নেয়। ফরেন কোঠায় এ্যভেইলএবল টিকিট থাকে।
ই টিকিট হলো অনলাইনে টিকিট কাটলে মানে ঐ ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট কাটলে ওরা সাথে সাথে একটা প্রিন্ট কপি আপনাকে দেবে ওটাই ফাইনাল টিকিট।
ভিসা কর্নফার্ম করে আপনি টিকিটের ব্যাবস্হা করবেন তাছারা *** ইন্ডিয়ানগুলা ভিসা না দিলে টিকিট মার যাবে
।
এভাবে না পেলে ইন্ডিয়ায় গিয়েও ই টিকিট কাটতে পারবেন। চায়ের দোকানের মত যেখানে সেখানে ওরা সব ডমেস্টিক প্লেনের ও ট্রেনের টিকিট বিক্রি করে। সব জায়গায় সার্ভিস চার্জ দিতে হবে। না হলে সরাসরি ইস্টেশানে ফরেন কোঠায় টিকিট পেতে পারবেন। কিন্তু যেহেতু সময় কম তাই ঐই রিস্কে না যাওয়ায়য় ভাল।বনানি বা গুলশান ইন্ডিয়ান এম্বাসির অপজিট রোডে টিকিটের ব্যাবস্হা করুন।
আসাকরি আপনার বাবা দ্রুত আরোগ্য লাভ করবেন।
ফক্সভাই ফোরামে থাকলে এই বার্তাটা দেখে নিন। আপনার প্রোফাইল এ কোন সেল নাম্বার পেলাম না । থাকলে সরাসরি ফোনই দিতাম।
সরি ফর ইন কনভিনিয়েন্স