আমার রাউটার সম্পর্কে কোন ধারনা নাই। আমি একটা রাউটার কিনতে চায় যা দিয়ে সরাসরি জিপি-বাংলালিংক মোডেম এর ইন্টারনেট শেয়ার করা যাবে এবং তা করতে যেন সব সময় কম্পিউটার চালু করে রাখতে না হয়। এই রাউটার কি আমার আবদার গুলো মেটাতে পারবে কিংবা আমার চাহিদা পূরণ করবার মত কি কোন রাউটার পাওয়া যাবে?
↧