Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

সংগৃহীত জোকস

$
0
0

আমাদের পাশবর্তি দেশ পাকিস্থান সংসদে এক সরকারি এম.পি তার বক্তৃতার সময় এক গল্প বললেন :

“এক বাবা তার তিন ছেলেকে ১০০ টাকা করে দিয়ে বলল যে এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়ে যায়।
১ম ছেলে ১০০ টাকার খড় কিনে আনল কিন্তু ঘর পুরোপুরি ভর্তি করতে পারলনা ।
২য় ছেলে ১০০ টাকার তুলা কিনে আনল কিন্তু সেও পুরোপুরি ভর্তি করতে পারলনা ।
৩য় ছেলে ৫ টাকা দিয়ে একটা মোমবাতি কিনে আনল এবং রুমের মাঝে জ্বালাল। এতে পুরো ঘর আলোতে ভর্তি হয়ে গেলো।“
এম.পি আরও বলতে লাগলো যে “আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন ৩য় ছেলের মতো। যেদিন থেকে তিনি এই দেশের দায়িত্ব নিয়েছেন, এই দেশ উন্নতির আলোতে পূর্ণ হয়ে গিয়েছে”
পিছন থেকে আওয়াজ আসলো “সেটা তো ঠিক আছে, কিন্তু বাকি ৯৫ টাকা কই গেলো ?


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>