প্রজন্মতে নিবন্ধিত হয়েছিলাম ২০০৮ এর শেষের দিকে, আর তার কিছু দিন আগ থেকেই প্রজন্মের সাথে পরিচয়। অনেক সময় পার হয়ে গেলেও "অভ্যর্থনা কক্ষে" নিজের পরিচয়টা দেওয়া হয় নাই। সত্যি কথা বললে বলতে হয়, আসলে ঐরকম ভাবে পরিচয় দেবার মত মূলত কোন পরিচয় নেই।
বোকা বাক্সটাকে ভালবাসি, তাই এটাকে নিয়েই সময় কাটাই। বাংলা ফোরাম আর ব্লগ গুলো ঘুরে ঘুরে নতুন কিছু শিখার চেষ্টা করি। আর সমস্যায় পড়লে আর কোন সমাধান না পেলে একটু গুগল করি। এভাবেই ভাল একটা সময় পার করছি বোকা বাক্সটার সাথে।
আজ হঠাৎ একটু মনে হল অভ্যর্থনা কক্ষে একটু ঢুঁ মেরেই যাই। আর ঢুঁ মারার পর মনে হল আজ না হয় অল্প কিছু লিখেই যাই।
বাংলা এই ব্লগ আর ফোরাম গুলো যদি না হত তবে আজো সেই কোথায় পড়ে থাকতে হত আমাদের। আর সেই ব্লগ আর ফোরাম গুলোর মধ্যে যদি আমাদের প্রজন্ম না থাকত তবে হয়ত এত বড় মাপের কিছু ভাইদের লেখা আর তাদের উৎসাহ থেকে অনেক পিছিয়ে থাকতে হত। তাই আসুন সবাই মিলে তাদের উৎসাহকে কাজে লাগিয়ে প্রযুক্তিকে নিজ নিজ অবস্থান হতে যতটুকু পারি দু'কদম সামনে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করি.....