টুম্পা এর জ্বীন নিয়ে টপিকে দেখে আমারো কিছু প্রশ্ন মনে জাগলো
১। ইসলাম আবির্ভাবের আগে কি জ্বীন কনসেপ্ট আরব সমাজে ছিল ?
২। ইসলাম ব্যতিত অন্য কোন ধর্মের মানুষ জ্বীন কে বিশ্বাস করে কিনা ?
৩। সূরা জ্বীনের শানেনুজুল কি? (লিংক দিলেই চলবে)
৪। ছোট কালে শুনে ছিলাম সূরা জ্বীন প্রতি রাতে কতবার (মনে হয় ১০০ বার) পড়লে নাকি একটি নির্দিষ্ট সময়ের(মনে হয় ৪০ দিন) পরে জ্বীন দেখা যায়। আসলে কত দিন ও দিন কত বার পরতে হয় ?