আমাদের বাসায় এসে, প্রথম দেখায় অনেকে এটাকে ম্যাপের শোরুম ভেবে ভুল করত।প্রতি রুমে রুমে ওয়াল ম্যাপ, গ্লোব, ম্যাপ বুক(ইদানিং অবশ্য ম্যাপের সংখ্যা কিছুটা কমেছে)। এখানে উল্লেখ্য যে , অনেকে যেমন ফ্যাশন করে ঘরে ম্যাপ ঝুলায়, আমাদের বাসায় তা হয়না। ম্যাপ নিয়ে রীতিমতো গবেষণা হয় আমাদের বাসায়। যদিও আমরা এই গবেষণায় প্রথমে আগ্রহী ছিলাম না, কিন্তু আমাদের ম্যাপমুখি করার কৃতিত্ব আমাদের ম্যাপ পাগল মায়ের।
জীবনে প্রথম যে দিন আমি বাংলাদেশের চারসীমা পড়লাম সেদিন আমার মাথায় একটা প্রশ্নের উদয় হয় এবং সন্দেহাতীত ভাবে সেটি ছিল লজিকাল।
বাংলাদেশের দক্ষিনে বঙ্গোপসাগর, পূর্বে ভারতের মিজোরাম, ত্রিপুরা, আসাম এবং মায়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ভারতের আসাম,মেঘালয়, অরুনাচল ও পশ্চিমবঙ্গ।
চারসীমা পড়ার পরপর আমি ম্যাপ নিয়ে গবেষণায় লিপ্ত হলাম এবং গবেষণালব্ধ ফলাফল দেখে কাদতে শুরু করলাম। আম্মা তার গবেষক ছোট পুত্রের কান্না শুনে ছুটে আসলেন।
আম্মাঃ কিরে বাবু, পড়তে পড়তে কান্না কিসের?
আমিঃ(কাদতে কাদতে) ভাবসিলাম যে বই এ ভুল আছে। এখন দেখি ম্যাপেও ভুল। আমি কিছুই বুঝতে পারতেসিনা।
আম্মাঃ কেন? কি হইসে?
আমিঃ বাংলাদেশ হলো বঙ্গ। বঙ্গের পশ্চিমে পশ্চিমবঙ্গ ঠিক আছে, কিন্তু উত্তর দিকে পশ্চিমবঙ্গ থাকে কি করে?
** আমি এখনো বুঝতে পারিনা যে, আমার মতো অশিক্ষিত-অসভ্যর মাথায় সেই ছোটবেলায় এই লজিকাল প্রশ্নের উদয় হতে পারলে, যারা দেশবিভাগ করেছে, যেই শিক্ষিত-সভ্য মানুষগুলোর মাথায় কি একটি বারের জন্যও এই লজিকাল প্রশ্নটির উদয় হয়নি?!!!!