আসসালামু আলাইকুম,
আমার এইস পি আই-৫ ল্যাপিটার হার্ডডিস্ক ৫০০ জিবি। রিকোভারি ১৬ জিবি আর এইস পি টুলস ৪ জিবি বাদে বাকি ডিস্ক পাই সি নামক সিস্টেম পার্টিশনে। প্রয়োজনীয় ফাইল সি-তে রাখা নিরাপদ না। তাই আমার প্রয়োজন পড়ে ডিস্ক পার্টিশন করানোর। দোকানে নিয়ে গেলে তারা একটি সিডি দিয়ে ডিস্কে (D) নামে একটি পার্টিশন করে দেয়। চেক না করেই নিয়ে আসি। যাইহোক, বাসায় এসে দেখি আমার ১০৪ ডিস্ক মিসিং। Q নামে একটা ৪ জিবির পার্টিশন আছে সেটাও খুলছেনা। C পার্টিশন বাদে বাদবাকি ডিস্কে সবুজ রং- এর বর্ডার দিয়ে আট কানো। Disk Management এর ছবি দিলাম।
Uploaded with ImageShack.us
আপনাদের জন্য My Computer এর একটা স্কীনশর্ট দিলাম নিচে-
Uploaded with ImageShack.us
কি করে আমি আমার মিসিং হওয়া ১০৪+৪ জিবি ডিস্ক ফেরত আনতে পারবো?
আপনাদের সকলের সাহায্য কামনা করছি..................