স্বপ্নতো ছিল মাত্র এক মুঠো
চাওয়া পাওয়াও ছিল ছোট ছোট ।
সাগর সম পাওয়ার দাবী ছিল না
দিতে পারতে বৃষ্টির একটি ক্ষুদ্র কণা।
আজও হতে পারলাম না অভিমানী
মান যে ভাঙ্গাবে না তাও জানি।
ভালবাসার মাঝে টেনে আন যুক্তি
ভালবাসার প্রকাশ মানে বিরক্তি।
স্বপ্নতো ছিল না বেশি কিছুর
আকাঙ্ক্ষা ও ছিল না প্রচুর।
আসলেই ভালবাসার মানে সবাই বুঝে না
ভালবাসায় সুখ-আনন্দ এখন আর কেউ খুঁজে না।
জীবনে কেন আসে প্রলয়ের নিশা
হুঁচট খেয়ে বার বার হারাই দিশা।
স্বপ্নতো ছিল মাত্র এক মুঠো ভরা
পেতে চাইনি তো পুরো ধরা।
জীবনটা কেন হয়ে গেল এত বেরঙা
একটি প্রভাতও আর হয়ে উঠে না রাঙ্গা।
হারায়েছি সুর হারায়েছি সঙ্গীত
পল পল করে সময় চলে যাওয়ার পাই ইঙ্গিত।
স্বপ্নতো এক মুঠোই ছিল, কেন পাইনি?
গোলাপের পুরো বাগান তো চাই নি।
দিতেতো পারতে মাত্র একটি গোলাপ
বিড় বিড় করে যাই শুধু পাগলের প্রলাপ ।
স্বপ্নতো ছিল খুবই অল্প
সারাক্ষন খুনঁসুটি আর অল্প স্বল্প গল্প।
স্বপ্নতো চাইনি এক আকাশ
করতে চাই ওটুকুই প্রকাশ।
চাইনি তো আমি পুরো আকাশের নীল
একটা নীল টিপ পড়িয়ে দিতে পড়িয়ে, স্পর্শটা লাগতো অতি কোমল।
মিটবে কি ভালবাসা পাওয়া না পাওয়ার সংঘাত?
আসবে কি কখনো আর একটি ভালবাসার প্রভাত?
এক মুঠো স্বপ্নের আশায় বাড়ালাম হাত
পূর্ণিমা আলোয় জীবন হউক উজ্জল, কেটে যাক অমাবস্যার রাত।