এ সুন্দর পৃথিবীটা ধ্বংস হতে আর বেশি দেরি নেই , এমনটাই বিশ্বাস করেন প্রতি সাতজনের একজন । আবার এ পৃথিবী ধ্বংসের মহাপ্রলয় সংঘটিত হবে ২০১২ সালেই , এমনটা বিশ্বাস করেন প্রতি দশজনের একজন ।
সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে , বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন বয়স , শ্রেণী ও পেশার মানুষের মধ্যে জরিপে অংশ নেয়া ১৫% মানুষের বিশ্বাস পৃথিবী তাদের জীবনকালেই ধ্বংস হয়ে যাবে । এর মধ্যে আবার ১০% ই মনে করেন মায়ান ক্যালেন্ডার অনুযায়ী এবছরের ২১শে ডিসেম্বর পৃথিবীর শেষ দিন ।
জরিপ পরিচালনাকারী সংস্থা ইপসস গ্লোবাল পাবলিক এফেয়ার্সের গবেষণা ব্যবস্থাপক কেরেন গটফ্রেড রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন , "খোদায়ী কুদরতই হোক কিংবা প্রাকৃতিক বিপর্যয়ই হোক অথবা রাজনৈতিক দ্বন্দ্ব যে কারনেই হোক না কেন পৃথিবীর প্রতি সাতজনের একজন বিশ্বাস করেন পৃথিবীর ধ্বংস সন্নিকটে ।" তবে এর কারণ হিসেবে মায়ান ক্যালেন্ডারের ভবিষ্যত্ বাণী সম্পর্কে মিডিয়ার অহেতুক প্রচারণাকে দায়ী করেন তিনি ।
সারাবিশ্বের বিভিন্ন প্রান্তের ২০টি বিভিন্ন দেশের ১৬ হাজার ২৬২ জন লোকের মধ্য এই জরিপ পরিচালনা করে ইপসস গ্লোবাল ।
আপনিও কি বিশ্বাস করেন যে , পৃথিবী ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে ।