Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

যে ভাবে পৃথিবী ধ্বংস হতে পারে।

$
0
0

কয়েক বছর ধরেই খবরটা বাজার গরম করে রেখেছে, একটি বিশেষ দিনে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, এটা প্রায় কেউ-ই বিশ্বাস করতে চায়না, যে ঐ দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ অাগেও এরকম গুজব শোনা গেছে, যদিও তেমন ঘটনা ঘটেনি।
কিন্তু বিজ্ঞানীরা ভালোভাবেই এটা বোঝে যে পৃথিবী একদিন ধ্বংস হবেই! তবে প্রাণ তার বহু অাগেই ধ্বংস হয়ে যেতে পারে, অাসুন দেখি কি কি ঘটনার জন্য পৃথিবীতে প্রাণ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে----

সবচেয়ে যৌক্তিক কারণটি হল--
অ্যাস্টরয়েড বা গ্রহানুর অাঘাত যদিও এই ঘটনা ঘটার বহু অাগেই অামরা জানতে পারব যে অ্যাস্টরয়েড ধেয়ে অাসছে, ছোটখাটো হলে ব্যাপারটা হাল্কার ওপর যাবে, কিন্ত বড় অ্যাস্টরয়েড হলে পৃথিবী দুটুকরো হয়ে যেতে পারে! এই ঘটনা অাগেও ঘটেছে, মেক্সিকোর ইউকাটান অঞ্চলে ডাইনোসরের যুগে একটা উল্কা পড়েছিল, যার ফলে ডাইনোসরেরা নিশ্চিহ্ন হয়ে যায়।
http://cdn.media.discovermagazine.com/~/media/Images/Issues/2007/nov/meteorcrater.jpg?mw=900

সোলার ফ্লেয়ার বা সৌরঝড় এটা হটাৎ অাঘাত হানতে পারে, এর ফলে পৃথিবীর উপরিতলের ওজোন গ্যাসের স্তর নিঃশেষ হয়ে যেতে পারে, ফলস্বরূপ প্রাণিজগত নিশ্চিহ্ন হয়ে যাবে।
http://discovermagazine.com/~/media/import/images/3/8/2/sun_opener
বৃহৎ অাগ্নেয়গিরি বিস্ফোরণ পৃথিবীতে অনেক বড় বড় অাগ্নেয়গিরি সুপ্ত অবস্থায় রয়েছে, যেগুলোর কোন একটা ফেটে পড়লে, পৃথিবীর বায়ুমন্ডল ধোঁয়া, ছাই ও বিষাক্ত গ্যাসে ভরে যাবে, ফলস্বরূপ গ্রীণহাউস এফেক্ট হয়ে তাপমাত্রা খুব বেড়ে গিয়ে পৃথিবী প্রাণের অযোগ্য হয়ে যাবে।
http://blockheadnews.com/wp-content/uploads/2010/10/The-number-of-deaths-from-the-tsunamis-and-volcanic-eruptions-in-Indonesia-according-to-recent-data-was-300.jpghttp://www.windows2universe.org/earth/interior/images/volcanic_ash_cloud_big.jpg
এছাড়া অারও সম্ভাব্য কারণগুলি হল-
পৃথিবীর কাছাকাছি গামা-রে বিস্ফারণ, সুপারনোভা বিস্ফোরণ, ব্ল্যাকহোলের টান


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>