Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

2441139

$
0
0

অঞ্জন দত্তের  চমৎকার একটি গান ২৪৪১১৩৯
http://www.xahitya.org/wp-content/uploads/2012/05/telephone.jpg

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবেনা
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিয়ে তুমি করছো না
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছো না
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯
দিন না দেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে
জরু্রি খুব জরুরি দরকার
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতোদিন ধরে এতো অপেক্ষা
রাস্তার কতো সস্তা হোটেলে
ব্যস্ত ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা
আর কিছু দিন তারপর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার নাল-নীল সংসার

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি

হ্যালো ধুর ছাই হ্যালো

—————————
অঞ্জন দত্ত


এর উত্তরে নাকি বেলা বোস বলেছিলেন…

চাকরিটা ওগো পেতেই পারো তুমি
তবুও তোমায় বানাব না যে স্বামী
সম্বন্ধটা ভাঙব কেন, কিসের এত ঠ্যাকা?
চাকরি পেলেও তোমার বাপের আছেই বা কয় ট্যাকা?
স্টার্টিংয়ে ওরা ১১০০ দিক, আমার কী হলো তাতে?
চাইনিজে যেতে ২২০০ লাগে, মরতে চাই না ভাতে।
চুপ কর গাধা মাফ কর মোরে
দে ছেড়ে দে লাইন।
হ্যাঁ, এটাই ২৪৪১১৩৯
বেলা বোস আমি, শুনতে পাচ্ছি ফাইন।
মিটার বাড়ুক তোমার পাবলিক টেলিফোনে
মোবাইল তো আর পারবে না দিতে কিনে।
স্বপ্নের আমি গুষ্টি কিলাই শুনো।
এত দিন ধরে আমি মরি মরি।
রাস্তার কোনো সস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দী দুজনে
তুমি শুধু টানতে কেবল বিড়ি।
প্রতিদিন আমি বিল দিয়েছি পারব না দিতে আর।
জঞ্জাল ভরা মিথ্যা শহরে হবে না
তোমার আমার টানাটানির সংসার।
চুপ করে তুমি কাঁদছ ফুঁপিয়ে।
ভালো একটা মেয়ে দেখে করে ফেলো এবার বিয়ে।
মরে গেলেও তোমার কাবিনে করব না আমি সাইন।
হ্যাঁ, এটাই ২৪৪১১৩৯।

অঞ্জন দত্ত বলেছিলেন
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ
এখন আর কেউ আটকাতে পারবে না
সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিয়ে তুমি করছ না
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যস
স্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছ না
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছ কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে
পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯ দিন না ডেকে বেলাকে
একটিবার মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক
টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এত দিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ্ত কেবিনে বন্দী
দুজনে রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা
আর কিছুদিন তারপর বেলা মুক্তি
কসবার ওই নীল দেয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার
চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছ
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি
হ্যালো ধুর ছাই হ্যালো
এটা কি ২৪৪১১৩৯?


আজ আমার এক বন্ধু এই গানটির একটি প্যারডি পাঠালো আমাকে........

পালিয়ে বিয়ে করে বাবাকে ফোন দিয়ে বলছে জণৈক পাগল

বিয়েটা আমি করে ফেলেছি বাবা শুনছো...
এখন আর তুমি আটকাতে পারবেনা...
শুভ কাজ টা সেরে ফেলেছি তোমাদের চোখে আড়ালে...
মাকে বলে দিয় তোমার ভয়ে ঘরে আর ফিরছিনা...

বিয়েটা আমি করে ফেলেছি বাবা সত্যি...
আইন নিজের হাতে তুলেই নিলাম ব্যস...
শুরুতে ওরা যৌতুক দেয়নি...
তিন মাস পরে কনফার্ম...
ও বাবা তুমি শুনতে পাচ্ছো কি...

এটা কি ৪২০৮৪০?...
ও বাবা তুমি পাচ্ছো কি শুনতে?...
বয়স যাচ্ছিলো বেড়ে, তবু বেপরোয়া তুমি ছিলে...
পারিনি তাই নিজেকে আর থামাতে...

কেন দত্ত লিখেছেন তা জানা নাই।



আরো একটি প্যারডি রয়েছে এই গানটির.....

চাকরিটা মোর চলে গেছে বেলা শুনছো /:)
এখন আর বাড়ি ফিরে আসতে হবেনা
ঈদের শপিংয়ের প্ল্যান তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও শাড়ি- চুড়ি কিনছ না

চাকরিটা মোর চলে গেছে বেলা সত্যি
বেকার থাকব কয়েকটা মাস ব্যাস
আবার করব টিউশনি , ম্যাট্রিক আর ইন্টার
চুপ করে কেন কথা কানে যাচ্ছেনা ? X(
এটা কি ০১৬*২৪৪১১৩৯ ?
বেলা বোস তুমি পারছ কি শুনতে??
এয়ারটেলের নেটওয়ার্কে Luckily তোমাকে পেয়েছি, wink
দেবো না কিছুতেই আর হারাতে।
হ্যালো ০১৬*২৪৪১১৩৯
এটা কি বেলা বোসের নাম্বার ?
সময় যাচ্ছে চলে আর ব্যালেন্স যাচ্ছে কমে tongue
এফএনএফ করা নেই যে আমার !!!

স্বপ্ন তোমার থেকে যাবে শুধু স্বপ্নই neutral
জুয়েলারি আর গাড়ি-বাড়ি কেনার
হানিমুনে আর হবে না যাওয়া
প্যারিস থেকে নিউইয়র্ক
সুইজারল্যান্ড আর অস্ট্রেলিয়া
শ্বশুরের কাছে টাকা চাওয়া সেতো লজ্জার confused
ধার করলে কি করে দেব শোধ ??
দু-চার পয়সা ইনকাম ছিল ,আজ থেকে সেটা বন্ধ
বিরানি-পোলাও খাওয়া হবে না রোজ
এটা কি ০১৬*২৪৪১১৩৯ ?
বেলা বোস তুমি পারছ কি শুনতে??
এয়ারটেলের নেটওয়ার্কে Luckily তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে।


চুপ করে কেন একি বেলা তুমি হাসছ !!!
চাকরিটা মোর চলে গেছে সত্যি
বিয়ের সময় শ্বশুরের থেকে যৌতুক আমি না নিয়ে
আফসোস !!! কত বড় ভুল করেছি !!! X((

এটা কি ০১৬*২৪৪১১৩৯ ?
বেলা বোস তুমি পারছ কি শুনতে??
এয়ারটেলের নেটওয়ার্কে Luckily তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে।
হ্যালো ০১৬*২৪৪১১৩৯
এটা কি বেলা বোসের নাম্বার ?
সময় যাচ্ছে চলে আর ব্যালেন্স যাচ্ছে কমে B-)
এফএনএফ করা নেই যে আমার !!!


হ্যালো ০১৬*২৪৪১১৩৯

ধুর ছাই ০১৬*২৪৪১১৩৯


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>