Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বৃত্তাহত ১

$
0
0

এই কবিতা তোমার আমার জন্য বোধহয় লিখবনা।
আর কোনদিন খাতার ভাঁজে ফুল শুকিয়ে রাখবনা।
একটিবার-ও নীল কালিতে,
ওলোটপালট জোড়তালিতে,
শব্দগুলো খেলাচ্ছলে সাজিয়ে মিছেই দেখবনা।
কিংবা অলস চিন্তাতে আর নিখোঁজ হয়ে থাকবনা।

হয়তো আমায় এই কারনে বলতে পার ভীরু,
হয়তো তোমার আমার এমন দ্বিধার এটাই শুরু।
তবুও তোমায় পেছন ডেকে,
আড়াল ভেঙ্গে নিজের থেকে,
অচেনা এই বিকেল গুলোর সম্ভাবনা-ও খুঁজবনা।
হাত ধরলেই অনেক বলা, এটুক বুঝেও বুঝবনা।

ভাবছ বোধহয় এটাও কোন নতুন দাবীর পুঁজি,
তোমার মাঝেই তোমার আসল মুখের ছবি খুঁজি।
এমনটা নয় সত্যি জেনো।
জ্ঞান হারিয়ে পাগল কোন,
উঠতি অবুঝ প্রেমিক হয়ে ভুল আচরন করবো না।
নীরব তুমি আকূল হলেও, আঁকড়ে তোমায় ধরবো না।

হয়তো তুমি বুঝেই নেবে নিজের মত করে,
তোমার মত অনেকজনা-ই সামনে ঘুরে ফিরে।
এটাও হবে মিথ্যে ভাবা,
আসলো-গেল কোথায় কে-বা?
এসব আমার চিন্তাতে নেই, আর কোনদিন থাকবেনা।
অজানা এক কারন আছে, তাই আমাকে বুঝবেনা।

আচ্ছা যদি জানতেই চাও চুপিচুপি-ই বলি,
আমার খুবই শখ জাগে ওই আকাশটাতে চলি।
কেমন করে তারার ফাঁকে,
চাঁদের আলো তাকিয়ে থাকে,
গাংচিলের-ই ডানায় ভরে কাছ থেকে তাই দেখি,
ভুল পৃথিবীর জীবনকে দেই ইচ্ছে করে ফাঁকি।

কি বললে? উদ্ভট সব স্বপ্ন শুধু দেখি?
পাগল আমি? এখন যেন মুখটা বুজে থাকি?
এখন যেমন দুজন আছি,
থাকবনা আর কাছাকাছি?
এক পৃথিবী হাসতে থাকুক, মিছেই এসব খুঁজি?
ভুল যায়গা ভুল সময়ে ভুলের মতই বুঝি?

তোমরা সবাই মিথ্যে বল, সত্য এমন হয়না।
মনের কথা বোঝে এমন মনের মানুষ হয়না।
হাতটা ধরে দুই’পা চলা,
একটা দু’টা কথা বলা,
এভাবে খুব মিল হয়ে যায়? যতই বোঝাও বুঝবনা।
ভুলেও এমন সমীকরণ আর কখনো খুঁজবনা।

আর কখনো ফুলের ভিড়ে গোলাপটাকে তুলবনা।
আর কখনো অবুঝ হয়ে সত্যটাকে ভুলবনা।
একটিবার-ও নীল কালিতে,
ওলোটপালট জোড়তালিতে,
শব্দগুলো খেলাচ্ছলে সাজিয়ে মিছেই......


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>