The Black Sun
বরাবরই পাখিরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলেছে। সেই সাথে বৃদ্ধি করে থাকে সৌন্দর্যও। পাখিদের তেমনই এক ব্যতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে The Black Sun বা Sort sol। সাধারনত ঝাঁকে ঝাঁকে পাখিদের একই নিয়মে আকাশে উড়ে এই সৌন্দর্য তুলে ধরতে দেখা যায়। শুধু তাই না বরং একই সাথে তারা সমষ্টিগতভাবে তুলে ধরে বিভিন্ন ধরনের আকার। সূর্যাস্তের কিছু আগে পাখিদের বাসায় ফেরার পথে আকাশে ফুঁটে ওঠে এই দৃশ্য। এক্ষেত্রে প্রতি মুহূর্তে পাখিদের দিক পরিবর্তন হয়ে থাকে একই রকম। এসময় একত্রে পাখির সংখ্য থাকে এক মিলিয়নেরও অধিক। তাই আকাশে এরা কালো বর্নের ছাপ তৈরী করে এবং সূর্য পর্যন্ত ঢাকা পড়ে যায়। তাই এটাকে ব্লাক সান বলা হয়ে থাকে। গ্রীষ্ম ও বসন্তকালে প্রধানত ডেনমার্কে প্রকৃতিক এই phenomenon র দেখা মেলে। এটি বিশ মিনিট পর্যন্তও উপভোগ করার সুযোগ পাওয়া যায়।
আসুন ছবিতে দেখে নেয়া যাক পাখিদের ব্যতিক্রমী এই কসরত...
ভিডিও তে দেখুন। (ছোট্ট একটা ভিডিও দিলাম, মাত্র ১৬ সেকেন্ডের)
তথ্য ও ছবি সংগ্রহ :
http://www.visitdenmark.com/uk/en-gb/me
omenon.htm