তুমিহিনা মোর ভিন্ন সকাল ,ভিন্ন দুপুর,ভিন্ন রাতের বেলা
তুমিহিনা এই জীবনটা এক কানামাছি খেলা ।
সকাল-দুপুর খুঁজছি তোমায়,পাচ্ছি নাতো খুঁজে
এক সমুদ্র কষ্ট নিয়ে কাঁদছি মুখবুঝে ।
জানিনা এই কষ্টের দিন শেষ হবে মোর কবে
আবার কখন কাছে এসে প্রিয়তমা হবে ?
সেই আশাতে পথ চেয়ে রই,গুনছি শুধুই দিন
আবার দুজন,বাজাব কখন,ভালবাসার বীণ ।
↧
ভালবাসার বীণ
↧