জন্ম আমার সবুজ ঘেরা রুপসী এই বাংলায়
নদী খাল বিল, দিগন্ত জুড়ে সবুজ মাঠ
সর্বত্রই ছড়ানো আছে যেন অপরূপ মায়ায়।
হয়না তুলনা আমার দেশের খেটে খাওয়া মানুষের মত
হাসি মুখে, গান গেয়ে কঠিন খাটুনিকেও
হালকাভাবে নিয়ে খেটে যাচ্ছে অবিরত।
বর্ষায় খাল, ডোবা পুকুর
মাছ ধরার লাগে ধুম
মানুষের কলকাকলিতে চারদিক মুখর।
ভরা পুকুরে শান্তির স্নান
সাতার প্রতিযোগিতা অথবা ডুবে ডুবে কে যায় কতদুর
ছায়াঘেরা পুকুরপাড় শান্তিতে ভরায় প্রান।
প্রচন্ড গরমে বটের ছায়ায়
মায়ের মতই শীতল পরশে
রেডিওতে গান শুনে শুনে চিত্ত জুড়ায়।
জন্ম আমার সত্যিই স্বার্থক
যেথায় আছে সবুজ বনানী লতা পাতা
চারদিকে বিরাজমান যেন স্বর্গলোক।
এদেশ এ বাংলা তোমার আমার সবার
সম্মান করি বাংলা মা তোমায়
জন্মভুমি বাংলা মা তুমি বাংলার মানুষের অহংকার।