Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

একটি রাত............

$
0
0

টিক টিক করে ঘড়ির কাঁটা এগোচ্ছে
ক্রমেই একটু একটু করে রাত বাড়ছে,
ঘড়ির কাটার টিক টিক এর চেয়ে মনে হচ্ছে,
আমার হৃদযন্ত্রের কাটা ধরাস ধরাস করে বেশী বাড়ি দিচ্ছে।

কত রোগী আসছে - যাচ্ছে .......
অটি তে রোগীরা ভয় ভয় দৃষ্টি নিয়ে হেঁটে যাচ্ছে,
বের হচ্ছে যেনো জিন্দা লাশ হয়ে
ব্যথায় কাতরাচ্ছে, মাঝে মাঝে চোখ পিটপিট করে
প্রিয়জনদের দেখছে চেয়ে চেয়ে ।

পাশের অটি থেকে ভেসে আসছে মধুর কান্নার শব্দ
ওয়া ওয়া করে জানান দিচ্ছে নতুন অতিথি
তোমাদের পৃথিবীতে কেন আনলে আমায় ?
কান্না দিয়ে বুঝাচ্ছে সে, যেন নতুন পৃথিবীর প্রতি সে ক্ষুব্ধ ।

ওয়া ওয়া করে গগন বিদারী কান্নায় রুমটা মাথায় তুলছে
তার কান্না দেখে সবাই হাসছে....... মিষ্টি বিতরণ করছে ।

এইতো নিয়ম পৃথিবীর....... সে এসেছে সবার মাঝে
নিজেকে কান্নায় ভাসিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে,
হঠাৎই একদিন সে হাসিমুখে পৃথিবী থেকে নেবে চির বিদায়
সবাইকে কান্নায় ভাসিয়ে ।

এ মুহুর্তে খুব মনে পড়ছে আমার আত্মজদের,
অপেক্ষার প্রহরগুলো এভাবেই
ক্রমে ক্রমে শেষ হয়ে নতুন আলোয়
ফুটে উঠবে প্রত্যাশিত একটি ভোরের।

https://lh5.googleusercontent.com/-GXsyADnXIdg/UM7BZDlYKyI/AAAAAAAAJx8/o_MsoK6B_Io/s800/angels_in_america.jpg


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>