তোমার দেয়া একটা গিফট
পাওয়ার বড় শখ
গিফট নিয়ে আমার দরজায়
করবে তুমি ঠকঠক।
সোনা দানা গয়না নয়
শাড়ী চুড়ি কসমেটিক্স তাও নয়
হাজার লক্ষ কোটি টাকার
হীরা ডায়মন্ড, প্লাটিনাম তাও নয়।
চাই না আমি ওই আকাশের
জোছনা ঝরানো চাঁদটা
চাই না আমি সাগর সেচে তুলে আনো
মনি মুক্তার হারটা।
দিতে পারো তুমি আমায়
ভরা পুর্ণিমার রাতটা
রাখতে পার ভালবেসে
আমার হাতে হাতটা।
দিতে পার শীতের ভোরের
একটি শিশির বিন্দু
বুঝে নিও এতেই আমার
আনন্দ এক সিন্ধু।
অথবা পার দিতে তুমি আমায়
একটি গোলাপ ফুল
তুষ্টি আমার এই টুকুতেই
কখনো বুঝ নাকো ভুল।
একদিন তুমি চুপিচুপি
দাঁড়াবে আমার পিছে
স্বপ্ন আমার হবে না দেখ
একেবারেই মিছে।
এক হাতে গোলাপ অন্য হাতে ধরবে আমার চোখে
ফুলের ঘ্রানে চারদিক করবে মৌ মৌ
আচম্বিতে এসে বলবে তুমি
এক গুচ্ছ গোলাপ ফর ইউ।