অনেকের ব্লগিং করা দেখে ইন্সপিরাসন আসে যে আমিও করি কিন্তু আমাদের টাইপ হল নন-ব্লগিং মানে পার্ট টাইম যখন ভাল লাগে বা যখন প্রয়োজন মনে হয় তখন লিখি ভালভাবে বললে continuous না ।
আর ফোরাম তো আর ব্লগ না যে বিশদ ভাবে লেখা যাবে এখানে শুধুমাত্র একটা টপিকসের উপর আলোচনা - পর্যালোচনা করা হয়।
যাই হোক কোন কাহিনী বলব না শুধু একটা phrase শেয়ার করব।
"একটা কুয়াশাময় সকাল আর আর এক কাপ চা। "
সত্যি আজকের কুয়াশাময় সকালটা অনেক মজার ছিল।
Pardon if any wrong
&
Regards.