আমার বড় বোনের জন্য আগামী পরশু শনিবার মাল্টিপ্ল্যান সেন্টারে যাবো নতুন একটা ল্যাপটপ কিনতে। অবশ্য মাস দুয়েকের মধ্যে এটা বাগিয়ে নেয়ার প্ল্যানও করে ফেলেছি।
বাজেট ৫০,০০০ টাকা। মিনিমাম রিকোয়্যারমেন্ট কোর আই ৩ প্রসেসর আর গ্রাফিক্স কার্ড থাকতে হবে।
এই বাজেটের মধ্যে কোন ল্যাপটপ ভাল হবে সিদ্ধান্ত নিতে পারছি না। আমার কোন ব্র্যান্ডের প্রতি দূর্বলতা নেই। তবে ডেল নিতে চাচ্ছি না। আমার দেখা সবগুলো ডেল ল্যাপটপই ব্যাটারী ইস্যুতে পড়েছে। এই বাজেটের মধ্যে ভাল ল্যাপটপ সাজেস্ট করুন।
↧
নতুন ল্যাপটপ কিনবো। সাহায্য করুন।
↧