দু:খিত রিপোস্ট হইলে, এমনিও এই বাক্সে আনাগোনা কম, তাও আজকে কয়েক জুক্স মজা লাগলো দেইখা শেয়ারাইলাম..
মনমোহন সিং গেছেন আমেরিকার সমুদ্র সৈকতে রৌদ্র স্নান করতে।
একজন এসে জিজ্ঞাসা করল, "Are you relaxing?"
উনি উত্তর দিলেন, no. i am Manmohan Singh!!
এভাবে বেশ কয়েকজন উনাকে একই প্রশ্ন জিজ্ঞেস করল!
উনি বিরক্ত হয়ে উঠে চলে যাবেন ঠিক তখনই কিছুটা দূরে দেখলেন বারাক ওবামা কে!
উনি যেয়ে ওবামা কে জিজ্ঞেস করলেন, "Are you relaxing?"
ওবামা জবাব দিলেন, "Yes i am."সাথে সাথে মনমোহন, ওবামা'র গালে কইশ্যা কয়েকটা থাপ্পর মাইরা কইলেন:
"আরে বেটা!! তোরে ঐদিকে সবাই খুইজা মরতাছে!! আর তুই কিনা এইখানে বইসা কেলাইতাছোস্ ?!??"
এক লোক রাস্তায় দাঁড়িয়ে গলা উঁচিয়ে চিত্কার করে বলছে
" প্রাইম মিনিস্টার একটা কুত্তা !! "... কিছুক্ষনের মধ্যেই সে এক পুলিশের হাতে ধরা পরলো । পুলিশ কষে একটা চড় মেরে বললো,
" থানায় চল । শালা, প্রাইম মিনিস্টারকে অপমান করোছ, না? "লোকটা উত্তর দিলো, " আমি তো জাপানের প্রাইম মিনিস্টারের কথা বলতেছিলাম "!
পুলিশ তাকে আরো ২টা হেভি থাপপড় লাগিয়ে বললো ,
" আমারে বেকুব পাইছোস ? আমি ভালোমতোই জানি কোন প্রাইম মিনিস্টার কুত্তা !"...:p