নোটঃ মায়ান ক্যালেন্ডার কি যারা জানেন না, তারা প্রজন্ম ফোরামের পূর্বের টপিক সমূহ দেখতে পারেন
পৃথিবী ধ্বংস সন্নিকটে : আপনিও কি বিশ্বাস করেন ?
মায়ান ক্যালেন্ডার রহস্য
কালজয়ী চেচেন ইটজা ( মায়ান সভ্যতা )
মায়ান পন্জিকার অদ্ভুত রহস্য
২০১২ সালে কি সবই শেষ হয়ে যাবে?
আগামী ২১শে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হবে!
প্রজন্ম ফোরামের সবাই জোর গলায় বলছেন যে, "২১ ডিসেম্বর মায়ান ক্যালেন্ডার শেষ হচ্ছে তো কি হয়েছে ?? আমরা এই সব মানি না। ২২শে ডিসেম্বর পৃথিবীর বিনাশ এক অসম্ভব ব্যপার"
কিন্তু আসলেই কি তাই ? NASA তাদের হাবল টেলিস্কোপ ব্যবহার করে প্রজন্ম ফোরামের সদস্যদের বর্তমান মনের অবস্থা এনালাইসিস করেছে। যা আজ www.nasa420.com এ ইংরেজীতে প্রকাশ করেছে। যার বাংলায় অনুবাদ করেছেন দ্যা ডেডলক।
সিরিয়াল। প্রজন্ম ফোরামিকের নাম === তার গোপন ভাবনা
১। ইলিয়াস সোনার দামে দুইটা ইলিশ মাছ কিনে আনলাম। জুম্মার নামায শেষে টুনটুনির মায়ের হাতে শর্ষে ইলিশ উইথ গরুর ভোনা দিয়ে পোলাউ খাবো। মু হা হা হা ।
২। নাদিয়া জামান ইট ইস আ ভেরী ইসপেশাল ডে ফর মি। এখন কি রং এর জামা পরি এই বিশেষ দিনে। (অনেক চিন্তা করে) হুম প্রজন্মে পুল দেই।
এমন দিনে কোন রং এর জামা পরা উচিৎ ?
অপশন ১।সাদা ২। নীল ৩। সবুজ।
(পুলের রেজাল্ট সবুজ-২০, নীল-১০, সাদা-৬।)।
ফোরামে নাদিয়ার কমেন্টঃ সবাইকে ধন্যবাদ আমাকে পোষাক বাছাই করতে সাহায্য করার জন্য। এখন আমি লাল রং এর জামা পরবো। আবারো সবাইকে ধন্যবাদ।
৩। invarbrass বদের হাড্ডি চীনারা আমাকে সহ পৃথিবীর ৫০০ জন ইন্টিলিজেন্ট লোক কে কিডন্যাপ করে এভারেস্টে অবস্থিত জায়ান্ট শীপের ভেতরে বন্দি করেছে। যা "২০১২" মুভিতে দেখে ছিলাম। বাংলাদেশী হিসেবে আমি ছাড়া খালি শামীম মিয়া আছে এই শীপে। ভালোর মধ্যে ভালো যে, আমার এসিসটেন্ট হিসেবে এক জাপানী সুন্দরী রমণীকে দেওয়া হয়েছে। মু হা হা হা।
৪। শামীম ফজলি আম invarbrass কে এতো দিন হ্যান্ডসাম মনে করতাম। এখন দেখি ব্যাটা যেমন মোটকু তেমনি কাল্লু। আর তারে এরা দিয়েছে জাপানী সুন্দরী এসিসটেন্ট আর আমারে দিয়েছে সোমালিয়ার পাঠ-খরি
৫। মরুভূমির জলদস্যু এনসাইক্লোপিডিয়ার শেষ চ্যাপ্টার পড়া খালি বাকি ছিল। এখন আমার কি হবে। উপরে গিয়ে বিদ্যাসাগর কে কি মুখ দেখাবো
৬। আউল পোলাপানেরা সব নষ্ট হয়ে গেছে। আমারে SMS পাঠায় "আউল তুই ফাউল"। কত বড় সাহস । কোন এক কালে তারেক ভাইকের দলের পক্ষে দুই-একটা টপিক খুলে ছিলাম তারপর থেকেই পোলাপানেরা ফাইজলামি শুরু করেছে।সেই সাথে বুড়া invarbrass পিন মেরে মেরে আমি কোন এক কালে তারেক ভাইকের দলের সাপোর্ট করে ছিলাম তা মনে করে দেয়। কিন্তু বর্তমানে আমি কত নিরপেক্ষ ভাবে পোস্ট করি তা তাদের চোখে পরে না। আমার মনে কষ্ট দেবার জন্য দুই দিন পরে শুরু হওয়া হাসরের মাঠে আল্লাহর কাছে বিচার দেব আর তখন এদের কিছু নেকি আমার ব্যালান্সে যোগ হবে। তখন দেখা যাবে আসলে কে ফাউল। মু হা হা হা ।
৭। সেভারাস আর মাত্র কয়েক ঘন্টা । যাই প্রজন্ম ফোরামে একটু ঢু মেরে আসি। মুছে ফেলা হয়েছে edit by শিপলু (আজ ০৯:৩৪)
৮। হৃদয় সব ছাত্রদের কে গোল্লা দিয়েছি। রেজাল্টের পরে আমারে আর ধরতে পারবে না। মু হা হা হা।
৯। উদাসীন না আজকে প্রজন্ম ফোরামের "অভ্যর্থনা কক্ষ" নিজের আসল পরিচয় দিয়েই দেব। বলে দেব, আমার বয়স ৭৫ বছর। মুখের এক হালি দাঁত নাই। সাথে সাথে পরিবারের সবাইকে বলে দেব আমি প্রজন্মের দস্যু মডু। বাসায় তোমরা আমাকে পাত্তা দাও না কিন্তু বদ ফোরামিকদের রাতের ঘুম হারাম করা আমার বা হাতের কাজ। (উরে হাতে বড় ব্যাথা)
১০। মোঃজাবেদ হোসেন আলোর নিশান ফোরামের ডোমেইনের মেয়াদ আরো ৭ দিন বাকি আছে। আমার ৭ দিনের টাকা বরবাদ হয়ে গেল
১১। সালেহ আহমদ শেষ মুহূর্তে কিছু দাও মারা যায় কিনা দেখি। হোস্টিং প্যাকেজ দেবো ১০০ জিবি স্পেস সাথে ১০০০ জিবি ব্যান্ডউইথ মাত্র ৫০০ টাকায়। টোকেন এর নাম "মুক্তি"। মু হা হা হা ।
১২। সারিম কোডিং করতে করতে মাথা খারাপ। যাই দোকান থেকে মাথা টাকলু আর ক্লিন শেড হয়ে আসি। শেষ দিন হাল্কা মাথা নিয়ে থাকতে চাই।
১৩। @m0N মোর কোন টেনশন নাই। এবার আমি নিজের চোখেই দেখবো জান্নাত-জাহান্নাম বলে কিছু নাই। মু হা হা হা।
১৪। mizvibappa সাত মাস আগে বলে ছিলাম "যা বলতে চাই তা গুছিয়ে বলতে না পারার জন্য সবার কাছে আমি সবার কাছে অপ্রিয় " কিন্তু এখন যখন সব কথা গুছিয়ে বলতে পারি তখনই দেখি দুনিয়ার টাইম শেষ। এই জমিন তুই ফাক হয়ে যা আমি তোর মধ্যে ঢুকে যাব
১৫। সীমান্ত ঈগল (মেহেদী) মোঃজাবেদ হোসেন এর রেকর্ড ভাংতে পারলাম না। এই দুঃখ কোথায় রাখি। জাভেদ মিয়ার চেয়ে বেশী বাংলা ফোরাম খোলা স্বপ্ন এখন শুধুই স্বপ্নই রয়ে গেল। হায় হায় আমার তারুণ্য বিডি ফোরাম ডাউন কেন ? ফোরাম আপ করার আগেই না আবার কেয়ামত হয়ে যায়।
১৬। সাইফ দি বস ৭ রবিবারে গুগলের চেক ব্যাংকে জমা দেবার কথা ছিল। এখন কি হবে
১৭। মেহেদী৮৩ পরীক্ষা মাত্র শেষ হলো। অনেক কঠিন কঠিন ভাষায় ফোরামের নতুন রুল লেখার ইচ্ছা ছিল !!! কি আর করার এখন বাকি এই কয়েক ঘন্টা রংমহলের মতো কোঠর হস্তে ফোরামিকদের সাইজে রাখবো।
১৮। তার-ছেড়া-কাউয়া বউ এর সাথে সামনের মাসে ট্যুরে যাওয়া লাগবে না। ৩০/৫০ হাজার টাকা সেফ হয়ে গেল। এই টাকা দিয়ে সামনের বই মেলাতে সাইন্স ফিকশন বই ছাপাবো। দূর ছাই দুনিয়া না থাকলে বই মেলা হবে কি করে
(ভাবী এই লেখা পড়লে মাফ করে দিয়েন )
১৯। স্বপ্নীল যাক শেষ পর্যন্ত আজ আমার সব লেখা প্রজন্ম থেকে চিরতরে ডিলিট হবে। ওম শান্তি।
২০। আরাফাত জাহান কুয়াশা অন-লাইনে বাটপার পোলাপানদের কাছে শত শত ডলার পাই। এখন দেখি এই কয়েক ঘন্টা কত টাকা উসুল করতে পারি।
২১। ফায়ারফক্স/পলাশ মাহমুদ/ Arun হায় হায় বিয়া না করেই এই দিনের মুখ দেখতে হলো। এরচেয়ে গতমাসে ক্যাটরিনা কাইফের আবেদনে সাড়া দিলেই ভালো হতো।
২২। ছবি-Chhobi শেষ বারের মতো ২০ তলা উচু থেকে দুনিয়া দেখলাম ও ছবি তুললাম। তাও ভালো আজ ও কাল ছুটি তাই ঘরে বসেই পৃথিবীর বিনাশ বিবিসিতে দেখতে পাবো। সাথে থাকবে ২১ পদের খাবারের আয়োজন।
২৩। রণ_এথিক্যাল হ্যাকার মুছে ফেলা হয়েছে edit by শিপলু (আজ ০৯:৩৪)
২৪। অমিত ০০৭ নন-সেলিব্রেটির ছেলে হওয়া সত্ত্বেও আমার ফেসবুকে প্রায় দুই হাজার বন্ধু। আজ সবাইকে পিএম দেব "আপনি কেডা ?"
২৫। তাহমিদ আফসার আমি বুড়া হলে আমার এক ডজন নাতি-পুতীদের কে দুনিয়ার শেষ দিনে কি কি করে ছিলাম তা বলবো। ডাইরি কই? এখনি লেখা শুরু করে পরে না আবার ভুলে যাই।
২৬। আহমাদ মুজতবা ইয়ো ম্যান, ড্যাম ম্যান। লস ভ্যাগাসের হাওয়া খাবার আগেই এই দিন দেখা লাগলো। শিট ম্যান।
২৭। সাইফুল_বিডি ক্যালেন্ডার শেষ হবার আর টাইম পেল না। সামনের সপ্তাহের পাক্কা ১০ লক্ষ টাকার ডিল মিস হয়ে গেল
২৮। শিপলু সেই সময় যদি আমি থাকতাম তাহলে কম্পিউটার ছাড়াই এমন প্রোগ্রাম লিখতাম। যা হাতে হাতে কম্পাইল করলে পৃথিবী আরো ১ সপ্তাহ বেশী টিকত
২৯। Jemsbond অফিসে ছুটি নিয়ে সারা দিন মুভি দেখবো ও চিকেন টিক্কা খাব। আর দিন শেষে প্রজন্মে এর রিভিউ দেব
৩০। অয়ন খান হাড্ডিতে থাকা ১০০ জিবি নতুন মুভি ও নাটক দেখা আর হলো না
৩১। মেরাজ০৭ দুনিয়াই থাকবে না সেখানে মোবাইল ফোন দিয়ে কি হবে। এরচেয়ে তিন বছরের পুরান মোবাইল ২০০০ টাকা দিয়ে বিক্রি করে টুয়েন্টি ফার্স্ট ডের পার্টি করি।
ব্যাক্তিগত হামলা চালানোর জন্য সবার কাছে আন্তরিক দুঃখিত। সব দোষ নাসা বিজ্ঞানীদের। যারা এই এই লেখা পড়বেন। তারা দয়া করে রিপ্লাই দেবেন।