ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিলো AIUB তে CCNA কোর্স করবো, গত মাসের শেষের দিকে সব প্রায় ঠিকঠাকও হয়ে গিয়েছিলো, কিন্তু হঠাৎ কিছু জরুরী কাজ পড়ে যাওয়ায় আর ভর্তি হতে পারিনি। এরা ডিসেম্বরের শুরু থেকে কোর্স শুরু করে দিয়েছে। এখন জানুয়ারী সেশনে এদের কোন নতুন ব্যাচ আছে কিনা সেটা জানতে চেয়ে মেইল দিয়েছিলাম, কিন্তু এখনো কোন রিপ্লাই পাইনি। এভাবে তো আর বসে থাকা চলেনা...তাই সিদ্ধান্ত নিয়েছি ঢাকার অন্য কোন প্রতিষ্ঠানে CCNA কোর্সে ভর্তি হবো।
বি.এস.সি (ইঞ্জিঃ) ফাইনাল রেজাল্টের অপেক্ষায় আছি, রেজাল্টের পর জব মার্কেটে ঢুকতে গেলে প্রফেশনাল কোর্সের গুরুত্ব অনুধাবন করেই CCNA কোর্সে ভর্তি হতে চাই। এখন এই কোর্সের জন্য ঢাকায় কোন প্রতিষ্ঠান ভালো হবে সেই বিষয়ে তথ্য প্রয়োজন। ইন্টারনেটে ঘাটাঘাটি করে কিছু প্রতিষ্ঠানের খবর পেয়েছি-
১। BBIT
২। Base
৩। সিসকো ভ্যালি
৪l নিউ হরাইজন (এদের ব্রাঞ্চ আবার আমাদের এখানে মানে চট্টগ্রামেও আছে)
এখন এগুলোর মধ্যে কোনটি ভালো হবে সেই বিষয়ে তথ্য জানতে চাই, এগুলোর বাইরে অন্য কোন ভালো প্রতিষ্ঠান আছে কি? খরচ ও আনুষঙ্গিক সুবিধাদি মিলিয়ে কোন প্রতিষ্ঠান ভালো হবে? ফোরামের অভিজ্ঞদের নিকট সুচিন্তিত পরামর্শ কামনা করছি
ধন্যবাদ।
↧
ঢাকায় CCNA কোর্স বিষয়ক তথ্য প্রয়োজন
↧